দেশ

দিল্লিতে বিজেপির পার্টি অফিসে পুড়ল দেদার বাজি, দেখল পুলিস

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: উচ্ছ্বাসে মিশে গেল অবহেলা, দায়িত্বজ্ঞানহীনতা। উত্তেজনায় হারিয়ে গেল ন্যূনতম সচেতনতা। আর তাই মাত্রাছাড়া দূষণে দিল্লিতে যখন হাসফাঁস অবস্থা, তখন শনিবার দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে বাঁধনহীন আতসবাজি পোড়ালেন কিছু দলীয় কর্মী-সমর্থক। উপলক্ষ, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি তথা এনডিএ শিবিরের জয়। এখানেই শেষ নয়। আতসবাজি পুড়িয়ে পদ্মপার্টির কর্মীদের এই উদযাপন একপ্রকার দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করেছে পুলিস। 
স্বাভাবিকভাবেই পরিবেশকর্মী থেকে সাধারণ মানুষ— নিন্দায় সরব হয়েছেন সবাই। বিতর্ক প্রবল হতেই জে পি নাড্ডার দলের সাফাই, আবেগের বশে কেউ হয়তো আতসবাজি পুড়িয়েছেন। অন্যান্যবার নির্বাচনী ফল বিজেপির পক্ষে গেলে যে হারে আতসবাজি পোড়ানো হয়, এদিন বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পৌঁছে দেখা গেল, পার্টি অফিসের মূল প্রবেশদ্বারের সামনে একনাগাড়ে আতসবাজি পোড়াচ্ছেন কিছু বিজেপি কর্মী-সমর্থক। এমনকী ফাটানো হচ্ছে নিষিদ্ধ শব্দবাজিও। মুহূর্তে ধোঁয়ায় ঢেকে যাচ্ছে এলাকা। উড়ছে ছেঁড়া কাগজের টুকরো। 
মহারাষ্ট্র বিধানসভা ভোটের ফল কী হতে চলেছে, এদিন গণনা শুরুর কয়েক ঘণ্টা পরেই তা স্পষ্ট হতে শুরু করে। সেই সঙ্গে  বিজেপির কার্যালয়ে ভিড় জমাতে শুরু করেন দলের কর্মী-সমর্থকরা। সঙ্গে ব্যান্ড, তাসা পার্টি। দেদার বিলি হয়েছে বিজেপির ‘ট্রেডমার্ক’ মিষ্টি লাড্ডু। প্রত্যেকের মুখে একটিই প্রশ্ন। মোদিজি কখন আসবেন? সন্ধ্যার কিছু পরে বিজেপির সদর কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দলীয় নেতা, কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন তিনি। যদিও দিনভর ঝাড়খণ্ডের ফলাফল নিয়ে সেভাবে উচ্চবাচ্য করেননি বিজেপির কেন্দ্রীয় নেতারা। মহারাষ্ট্র নিয়ে প্রশ্নেই বেশি স্বচ্ছন্দ বোধ করেছেন তাঁরা। এদিন পার্টি অফিসের ভরকেন্দ্রে ছিল শুধু মহারাষ্ট্রই। অন্য কোনও রাজ্য নয়।
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা