দেশ

জনগণের রায় নয়, দাবি করলেন রাউত

মুম্বই: মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ফলাফল মানতে নারাজ উদ্ধবপন্থী শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর সাফ কথা, এই ফলাফলে জনগণের রায়ের প্রকৃত প্রতিফলন দেখা যায়নি। কার্যত ইএভিএমের দিকে আঙুল তুলেছেন বর্ষীয়ান এই নেতা। ওই একই অভিযোগে সরব হয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ফাহাদ আহমেদও। দাবি জানিয়েছেন ভোট পুনর্গণনার। অনুশক্তি নগর থেকে এবার শারদপন্থী এনসিপির টিকিটে ভোটে লড়েছেন ফাহাদ। স্বাভাবিকভাবেই ইভিএম নিয়ে বিরোধীদের অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। তাদের পাল্টা প্রশ্ন, শুধুমাত্র বিজেপি জিতলেই এই প্রশ্ন করা হচ্ছে কেন? ঝাড়খণ্ডে তো ইন্ডিয়া জোট জিতেছে। সেখানকার ভোট নিয়ে তো কোনও প্রশ্ন তোলা হচ্ছে না। শনিবার সকালের প্রাথমিক ফলাফলে গেরুয়া শিবিরের জয়ের পূর্বাভাস সামনে আসার পরেই ষড়য়ন্ত্রের অভিযোগে সরব হন রাউত। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘আমরা এই ফলাফল মানি না। এটা কখনই জনগণের রায় হতে পারে না। শুধু আমরা কেন, এই ফলাফল সাধারণ মানুষকে অবাক করবে। সমস্ত কিছুর পিছনে একটা ষড়যন্ত্র আছে।’
ভোটে ব্যাপক টাকা ছড়ানো হয়েছে বলেও এদিন অভিযোগ করেছেন রাউত। বলেন, ‘মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধের দলের প্রত্যেক বিধায়ক জেতেন কী করে? অজিত পাওয়ারের বিশ্বাসঘাতকতায় মহারাষ্ট্রে ক্ষোভ দেখা গিয়েছিল। তিনিই বা জেতেন কীভাবে?’
এদিকে, রাউতের এই মন্তব্যের তীব্র সামালোচনা করেছেন দেবেন্দ্র ফড়নবিশ। তাঁর পাল্টা তোপ, ‘ঝাড়খণ্ডে ওরা জিতলে বলা হচ্ছে গণতন্ত্রের জয়। কিন্তু যখনই আমরা মহারাষ্ট্রে জয়ী হয়েছি বলা হচ্ছে, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট। ইভিএম হ্যাক করা হয়েছে। গণতন্ত্র হত্যা 
করা হয়েছে।’
7h 7m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা