দেশ

উত্তরপ্রদেশে যোগীর স্লোগানেই বাজিমাত বিজেপির, ধাক্কা দক্ষিণে

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের বিধানসভা উপ নির্বাচনে গড় ধরে রাখল বিজেপি। ৯টি আসনের মধ্যে গাজিয়াবাদ, খাইর সহ ছ’টি দখলে রেখেছে গেরুয়া শিবির। লোকসভা ভোটে সাইকেলের বিজয় রথ যেভাবে এগিয়েছিল, তাতে চিন্তায় ছিল পদ্মশিবির। ভোট পর্বে বাঁটেঙ্গে তো কাটেঙ্গের মতো মেরুকরণের স্লোগান তুলে পালে হাওয়া লাগানোর চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই প্রয়াস সফল হয়েছে। পাশাপাশি পদ্মপার্টির শরিক আরএলডি একটি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির জিতেছে সিসমউ ও কারহলে। উপ নির্বাচনের এই ফলকে অবশ্য  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের জয় হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যদিও দলীয় নেতারাই বলছেন, যোগীজির স্লোগানই এবার ফ্যাক্টর।
শনিবার উত্তরপ্রদেশ সহ দেশের ১৫টি রাজ্যের ৪৮টি বিধানসভা উপ নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, লোকসভা ভোটের ধাক্কা সামলে যোগীরাজ্যে ভালো ফল করলেও পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও মধ্যপ্রদেশে ধাক্কা খেয়েছে বিজেপি। বঙ্গে ৬টি আসনেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণী রাজ্য কর্ণাটকে চান্নাপাটনা, সিগগাঁও ও সান্দুর বিধানসভা উপ নির্বাচনে জয়ী হয়েছে কংগ্রেস। এর মধ্যে একটি করে আসন ছিল বিজেপি ও জেডিএসের। অন্যদিকে নিজেদের একটি আসন ধরে রেখেছে হাত শিবির। এই ফলাফল থেকে পরিষ্কার, চান্নাপাটনা ও সিগগাঁও এলাকায় রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ডি কুমারস্বামী ও বাসবরাজ বোম্মাইয়ে প্রভাব কার্যত শেষ হয়ে গিয়েছে। রাজস্থানে বিজেপি জয়ী  হয়েছে চারটি আসনে। দু’টি আসন দখল করেছে ভারত আদিবাসী পার্টি। কংগ্রেস জিতেছে একটি আসনে। 
 পাঞ্জাবের ভোটে ভালো ফল করেছে শাসক দল আম আদমি পার্টি। চারটি কেন্দ্রের তিনটিতেই জয়ী হয়েছে তারা। শুধুমাত্র বারনালা আসনটি দখল করেছে কংগ্রেস। দক্ষিণী রাজ্য কেরলের  ছেলাক্কারাতে সিপিএম ও পালাক্কাডে হাত শিবির জয়ী হয়েছে। মহাগঠবন্ধনকে ধাক্কা দিয়ে বিহারের চারটি আসনই এনডিএর ঝুলিতে গিয়েছে। গুজরাতে টানটান ল‌ড়াইয়ের মুখে পড়েছিল পদ্মপার্টি। গণনা শেষে হাজারের কিছু বেশি ব্যবধানে নিকটতম কংগ্রেস প্রার্থীকে পরাস্ত করে ভাব কেন্দ্রে জয়ী হয়েছে গেরুয়া শিবির। মধ্যপ্রদেশের বিজয়পুর আসনে ধাক্কা খেয়েছে বিজেপি। হেরে গিয়েছেন রাজ্যের মন্ত্রী রামনিবাস রাওয়াতই। জিতেছেন কংগ্রেসের মুকেশ মালহোত্রা। অসমে একাধিপত্য ধরে রেখেছে এনডিএ জোট। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা