খেলা

প্রস্তুতি ম্যাচে ভরসা দিলেন পিভি বিষ্ণু

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত ৯ নভেম্বর আইএসএলে মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছে ইস্ট বেঙ্গল। দীর্ঘ বিরতির পর আগামী ২৯ নভেম্বর সাউল, ক্লেটনদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। অর্থাৎ প্রায় কুড়ি দিন পর ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। ছুটি কাটিয়ে ইতিমধ্যেই অনুশীলনে ফিরেছে অস্কার ব্রুজোঁর দল। তবে লম্বা বিরতির পর দ্রুত কম্বিনেশন তৈরি করতে ম্যাচ প্র্যাকটিস চেয়েছিলেন স্প্যানিশ কোচ। সেই মতো শনিবার বিকেলে ক্লাব মাঠে রিজার্ভ দলের বিরুদ্ধে মাঠে নামেন শৌভিক-সাউলরা। ওজন বাড়াতে সাউলদের বিপক্ষে নন্দ, মহেশ, জেসিনদের ব্যবহার করেন ব্রুজোঁ। ম্যাচের ফল ২-২। তালাল আর বিষ্ণুর গোলে এগিয়ে যায় সিনিয়র দল। বিরতির পর গোল শোধ জেসিনের। চোট থাকায় খেলেননি হেক্টর। আলাদা অনুশীলন করেন তিনি। স্প্যানিশ স্টপারকে নিয়ে চিন্তা বাড়ছে ইস্ট বেঙ্গলের। এদিন অনুপস্থিত ছিলেন আনোয়ার আর হিজাজিও।
চলতি আইএসএলের কালো ঘোড়া পেড্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। তার উপর কার্ড সমস্যায় নন্দকুমার আর মহেশকে পাবে না ইস্ট বেঙ্গল। ওই জায়গায় বিষ্ণু, সায়নদের ‘ফিট’ করাই অস্কারের পরীক্ষা। ঘরোয়া লিগে ইস্ট বেঙ্গল কোচ বিনো জর্জের আবিষ্কার পিভি বিষ্ণু। কেরালাইট ফুটবলারের গতি মূল অস্ত্র। তবে প্রতিভা থাকলেও সিনিয়র দলে এখনও নিয়মিত নন তিনি। বরং সুপার সাব হিসেবেই অধিকাংশ ক্ষেত্রে মাঠে নামানো হয় তাঁকে। অস্কার ব্রুজোঁর জমানায় এবার বিষ্ণুর অ্যাসিড টেস্ট। নর্থইস্ট ইউনাইটেডের দুই উইং হাফের দুরন্ত গতি রয়েছে। তাই আক্রমণের পাশাপাশি ট্র্যাক ব্যাক করতে হবে বিষ্ণুদের। জুনিয়র তকমা ঝেড়ে এবার নিজেদের প্রামাণ করার চ্যালেঞ্জ বিষ্ণুদের।
4h 4m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা