বাংলা হোক বা মুম্বই—একটা সময় দুই ক্ষেত্রেই দাপিয়ে কাজ করেছেন গীতা দত্ত। তখন তিনিই ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা। আজও বহু মানুষ বলে থাকেন, লতা বা আশাকণ্ঠী পাওয়া যায়। কিন্তু গীতাকণ্ঠী হওয়া অত্যন্ত কঠিন। তাঁর গলা যে অনন্য। অনুকরণ করা যায় না বললেই চলে। সেটি ছিল ঈশ্বর প্রদত্ত। একইসঙ্গে নিজেও অত্যন্ত আবেগপ্রবণ মানুষ ছিলেন গীতা। তাই প্রেম, আনন্দ, দুঃখ হোক বা ছলনা—পর্দায় থাকা নায়িকার অনুভূতি সহজেই সুরের সাহায্যে ব্যক্ত করেছেন তিনি। উপহার দিয়েছেন অজস্র কালজয়ী গান। তাঁকে অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতেন সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। গুরু দত্তের সঙ্গে বিবাহের পর অনেকেই মনে করেছিলেন, গীতা দত্ত হারিয়ে যাবেন। তা সত্ত্বেও কামব্যাক করে সকলকে চমকে দিয়েছিলেন তিনি। পঞ্চাশের দশকের কথা। কলকাতায় ‘হারানো সুর’ চলচ্চিত্রের শ্যুটিং চলছে। কাজের ফাঁকে একটু বিরতি মিলেছে। আলোচনায় বসলেন উত্তমকুমার, অজয় কর, গৌরীপ্রসন্ন মজুমদার, হেমন্ত মুখোপাধ্যায় প্রমুখ। কথা হচ্ছিল সিনেমার গান নিয়ে। হেমন্ত বললেন, গানের রেকর্ডিং হবে মুম্বইয়ে। সকলেই ভেবেছিলেন, সুচিত্রা সেনের লিপে নিশ্চয়ই সন্ধ্যা মুখোপাধ্যায় গাইবেন। সবাইকে রীতিমতো চমকে দিয়ে হেমন্ত জানালেন, সন্ধ্যা নন। নেপথ্য গায়িকা হবেন গীতা দত্ত। ইউনিটের সদস্যরা অবাক। সুচিত্রা সেনের অভিনয় মানেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান। এই কম্বিনেশনেই তখন অভ্যস্ত ছিল বাঙালি। এবার তাহলে গীতা দত্ত গান করবেন? উত্তমকুমারের কথায় শেষমেষ মুম্বই যাওয়া হল। গান রেকর্ড করলেন গীতা দত্ত। বাকিটা ইতিহাস। গানটি হল, ‘তুমি যে আমার’। বাংলা চলচ্চিত্রে সেরা গানের তালিকা যদি করা হয়, তাহলে এই গান সহজেই প্রথম সারিতে জায়গা করে নেবে। সেসব স্মৃতি আজও অমলিন। আগামী ২৩ নভেম্বর ভারতীয় সিনেমার এই উজ্জ্বল নক্ষত্রের জন্মবার্ষিকী।
রঙিন গ্রাম! এমনটা আবার হয় নাকি! নিজের চোখে দেখলে, তবেই বিশ্বাস হবে। পশ্চিম মেদিনীপুরের পিংলার নয়া গ্রাম মানেই পটের গান...
কার্তিক মাসের আরেক নাম দামোদর মাস। এই সময় অনেকে দামোদর ব্রত পালন করেন। স্কন্দপুরাণ মতে, ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস...
তিনদিনের রাসযাত্রা শেষে চতুর্থ দিন গোষ্ঠ উৎসব। গঙ্গার ধারের রাসমঞ্চ থেকে শ্যামসুন্দর জিউ ও শ্রীরাধিকার মূল মন্দিরে ফিরে যাওয়ার পালা।...
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৫৯ টাকা | ৮৫.৩৩ টাকা |
পাউন্ড | ১০৫.০৬ টাকা | ১০৮.৭৯ টাকা |
ইউরো | ৮৭.৪৫ টাকা | ৯০.৮১ টাকা |