দেশ

সব দুর্নীতির মূলে প্রধানমন্ত্রী মোদি, তোপ রাহুলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেবি কেলেঙ্কারিই হোক অথবা কর্পোরেট বন্ধুদের বিশেষ সুবিধা প্রদান। ইলেকটোরাল বন্ড কিংবা শেয়ার বাজারে অনিয়ম। দোষী যেই হন, প্রকৃত মাথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ রাহুল গান্ধীর।  রাহুল বলেছেন, মোদি সরকারের আমলে দুর্নীতি আর স্বজনপোষণের পাহাড় তৈরি হয়েছে। আন্তর্জাতিক মহল পর্যন্ত জানে যে, মোদি নিজেই ঘনিষ্ঠ বন্ধুদের রক্ষা করতে মরিয়া। কারণ বন্ধুরা ধরা পড়লে মোদি নিজেও রক্ষা পাবেন না। কান টানলে মাথা আসে। প্রতিটি দুর্নীতির মাথা একজনই। প্রধানমন্ত্রী। রাহুল জানিয়েছেন, শুধুই অভিযোগ উত্থাপন করেই তিনি নিজেকে সীমাবদ্ধ করবেন না। লোকসভার বিরোধী দলনেতা হিসেবে আসন্ন সংসদীয় অধিবেশনে এই ইস্যুতে সোচ্চারও হবেন। মার্কিন আদালত ভারতের কর্পোরেট সম্পর্কে যেরকম দুর্নীতি এবং ঘুষ দিয়ে কন্ট্রাক্ট পাওয়ার অভিযোগ এনেছে, সেটা দেশেরই মাথা নীচু করেছে বলে রাহুল মনে করছেন। তিনি দাবি করেছেন, পনেরো কুড়ি কোটি টাকার অভিযোগ তুলে বিরোধী মুখ্যমন্ত্রীদের জেলে পাঠানো হয়, আর এখানে তো দু’হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ। নরেন্দ্র মোদির বিরুদ্ধে তদন্ত হওয়া দরকার। আমরা যৌথ সংসদীয় কমিটির তদন্ত চাইব। প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হাত মিলিয়ে রয়েছেন শুরু থেকেই। তাই তাঁর প্রিয় স্লোগান এক হ্যায় তো সেফ হ্যায়। অর্থাৎ তিনি এবং দুর্নীতিগ্রস্ত বন্ধুরা একজোট থাকলেই নিরাপদ। কারণ প্রধানমন্ত্রীর পদে থেকে তিনি সব দুর্নীতিগ্রস্তদের রক্ষা করে চলবেন। 
হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশের দেড় বছর পর মার্কিন আদালত থেকে ভারতের আদানি গোষ্ঠীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়েছে। বলা হয়েছে, আদানি পাওয়ার এবং গুরুগ্রামের অ্যাজিউর পাওয়ার নামক সংস্থা যৌথভাবে সোলার বিদ্যুৎ সংক্রান্ত একটি কোম্পানি চালু করার করে। প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য ভারতীয় আধিকারিকদের দু’হাজার কোটি টাকার ঘুষ দেওয়া হয়। প্রশ্ন হল, ভারতের দু’টি সংস্থা, ভারতের রাজ্য ও কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের ঘুষ দিয়েছে। কিন্তু এই অভিযোগ নিয়ে মার্কিন তদন্তকারী এজেন্সির মাথাব্যথা কেন? তার কারণ হল, এই সোলার পাওয়ারে লগ্নি দেখিয়ে আমেরিকার বাজার থেকে অর্থ সংগ্রহ করা হয়েছে। কিন্তু সোলার বিদ্যুৎ সংক্রান্ত চুক্তির জন্য যে ঘুষ দিতে হয়েছে, সেটা গোপন করা হয়েছে। সেটাই অপরাধ। আদানি গোষ্ঠীর পক্ষ থেকে বৃহস্পতিবার বিবৃতি দিয়ে বলা হয়েছে, পুরোটাই ভিত্তিহীন অভিযোগ। ভারতকে বদনাম করার জন্যই এই ষড়যন্ত্র। মোদি সরকারের মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, রাহুল গান্ধী অপরিণতমনস্ক এক রাজনীতিক। তিনি কখন কাকে কী বলতে হয় এবং সেই অভিযোগের সারবত্তা না থাকলে কতটা বিপজ্জনক এই মিথ্যাচার, এসব ধারণাই তাঁর নেই। রাহুলের আসলে মোদি ফোবিয়া আছে। তাই প্রতিদিন কিছু না কিছু মিথ্যাচার করেই চলেন। এসবের সঙ্গে মোদিজির সম্পর্ক নেই। 
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের ট্যুইট, আন্তর্জাতিক স্তরে চুরি করাটাই মোদিজি ও বিজেপির লিগ্যাসি। গরিব ও করদাতাদের পয়সায় একজন শিল্পপতির কাছে ভারতরে সম্পদ ও পরিকাঠামো বেচে দেওয়া হচ্ছে। এদিকে মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের তদন্ত এবং তার জেরে নিউইয়র্কের এক জেলা আদালতের এই অভিযোগ। সবমিলিয়ে ভারতে শেয়ার বাজারে বিরূপ প্রভাব পড়ে বৃহস্পতিবার। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা