দেশ

আইনশৃঙ্খলার অবনতি থেকে দুর্নীতি, বিজেপি বিধায়কের নিশানায় গুজরাত সরকার

আমেদাবাদ: রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্নীতিতে ডুবে রয়েছেন দলীয় নেতা থেকে সরকারি আধিকারিকরা। এসব সামাল দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। এমনই বিস্ফোরক অভিযোগ তুলে গুজরাত সরকারের বিরুদ্ধেই সরব হলেন বিজেপি বিধায়ক অল্পেশ ঠাকুর। তিনি এভাবে প্রকাশ্যে ‘সিস্টেমের’ (প্রশাসনের) বিরুদ্ধে সরব হওয়ায় অস্বস্তি পদ্ম শিবিরে। যদিও অল্পেশের শপথ, এই অনিয়মের বিরুদ্ধে তিনি লড়াই করছেন। আগামী দিনেও করবেন। সিস্টেমকে সাফ না করা পর্যন্ত লড়াই চলবে।
দিন তিনেক আগে আমেদাবাদের কাগদাপীঠ থানা এলাকায় খুন হন এক যুবক। বৃহস্পতিবার তাঁর স্মরণে সভার আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন বিজেপি বিধায়ক। সেখানের মৃতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি এক লক্ষ টাকা আর্থিক সাহায্যও করেন তিনি। তারপর দল ও সরকারকে নিশানা করে অল্পেশ বলেন, ‘মানুষের পাশে দাঁড়িয়ে সমাজবিরোধীদের মোকাবিলা করাই নেতাদের দায়িত্ব। কিন্তু, নেতা ও দুর্নীতিবাজ সরকারি আধিকারিকরা তোলাবাজি ও অপরাধ করে চলেছেন।’ গুজরাতের যুব সম্প্রদায় নেশার ডুবে যাচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন গান্ধীনগর দক্ষিণের বিজেপি বিধায়ক। তিনি বলেন, ‘অবিলম্বে বিভিন্ন আসক্তি বা নেশাকে সমাজ থেকে মুছে ফেলতে হবে। তবে এককভাবে এই সমস্যা সমাধান সম্ভব না। সকলে একত্র হলেই এই সমস্যা মিটবে।’ সাম্প্রতিক সময়ে আমেদাবাদে হিংসার ঘটনা বেড়েছে। কয়েক সপ্তাহের মধ্যে পাঁচজন খুন হয়েছেন। তা নিয়ে উদ্বিগ্ন বিজেপি বিধায়ক।
9h 9m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ও পেশায় ধনাগম ভাগ্য আজ অতি উত্তম। বেকারদের কর্ম লাভ হতে পারে। শরীর স্বাস্থ্য...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৯ টাকা৮৫.৩৩ টাকা
পাউন্ড১০৫.০৬ টাকা১০৮.৭৯ টাকা
ইউরো৮৭.৪৫ টাকা৯০.৮১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা