খেলা

পারথে প্রথম দিনেই পড়ল ১৭ উইকেট, টিম ইন্ডিয়া এগিয়ে ৮৩ রানে, বোলাররা ম্যাচে ফেরালেন ভারতকে

পারথ: ২১৭ রানে ১৭ উইকেট! সংক্ষেপে শুক্রবার অপ্টাস স্টেডিয়ামের এটাই আসল স্কোর। বর্ডার-গাভাসকর ট্রফির পয়লা টেস্টের প্রথম দিনে উঠল ২১৭ রান, পড়ল ১৭ উইকেট। ডনের দেশে কোনও টেস্টের প্রথম দিনে এর আগে এত উইকেট পড়েনি। অস্ট্রেলিয়া ও ভারত, দুই দলের ক্ষুরধার বোলিং আক্রমণই সিম সহায়ক কন্ডিশনের ফায়দা তুলল দিনভর। টস জিতে ব্যাট করতে নেমে ১৫০ রানে থামল টিম ইন্ডিয়া। ভয়ঙ্কর হয়ে ওঠা জস হ্যাজলউড নেন চার উইকেট। এরপর বিধ্বংসী যশপ্রীত বুমরাহর দাপটে টালমাটাল অস্ট্রেলিয়া। ৬৭ রানে সাত উইকেট খুইয়ে রীতিমতো ধুঁকছে তারা। আপাতত ভারতের লিড ৮৩। টেস্টের নিয়ন্ত্রণ হাতের মুঠোয় রাখতে চাইলে শনিবার সাত-সকালেই ফেলতে হবে বিপক্ষের বাকি তিন উইকেট। এই কন্ডিশনে লিড মারাত্মক গুরুত্বপূর্ণ। 
সবুজ পিচে ব্যাটিংয়ের সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন বুমরাহ। এগারোয় অশ্বিন, জাদেজাকে না খেলিয়ে ওয়াশিংটন সুন্দরকে রাখার মধ্যেও ছিল ফর্মকে গুরুত্ব দেওয়ার বার্তা। কিন্তু যশস্বী জয়সওয়াল-দেবদূত পাদিক্কালের অসহায়তা, বিরাট কোহলির ফের ব্যর্থতার পর নেট দুনিয়ায় চরমে ওঠে সমালোচনা। তোপের মুখে পড়েন কোচ গৌতম গম্ভীরও। হ্যাজলউড আর স্টার্কের নিখুঁত লাইন-লেংথের সামনে তখন একেবারে দিশাহারা ব্যাটসম্যানরা। এরমধ্যেই বিতর্কিত ডিআরএস কেড়ে নেয় জমাট দেখানো লোকেশ রাহুলকে। পার্ট-টাইম বোলার মিচেল মার্শের বলে ধ্রুব জুরেল-ওয়াশিংটন সুন্দর ফেরায় একশোর গণ্ডিও অনেক দূরে দেখাচ্ছিল।
এই সময়ই পরিত্রাতা হয়ে ওঠেন ঋষভ পন্থ ও অভিষেককারী নীতীশ রেড্ডি। সপ্তম উইকেটে দু’জনে যোগ করেন মহামূল্যবান ৪৮। অস্ট্রেলিয়াকে দেখলেই জ্বলে ওঠা স্বভাবে পরিণত করে ফেলেছেন পন্থ। এদিন প্যাট কামিন্সকে মারা তাঁর ছক্কা তো এককথায় চমকপ্রদ। কিন্তু পন্থ ফিরতেই হুড়মুড় করে ভেঙে পড়ে ইনিংস। উল্টোদিকে সঙ্গীর অভাবে চালাতে গিয়ে জীবনের প্রথম টেস্ট ইনিংসে পঞ্চাশের দোরগোড়া থেকে ফিরতে হয় নীতীশকে। তবে তিনি যে লম্বা রেসের ঘোড়া তা এই ইনিংসেই প্রতিফলিত। তিনি না লড়লে দেড়শোও হয় না!
ম্রিয়মাণ ভারতীয় শিবির এরপরই টগবগে হয়ে ওঠে বুমরাহর দাপটে। অভিষেককারী নাথান ম্যাকসুইনি, উসমান খাওয়াজা ও বিপজ্জনক স্টিভ স্মিথকে পরপর ফেরান ভারত অধিনায়ক। হ্যাটট্রিকের সম্ভাবনাও ছিল। তবে তা হয়নি। পড়ন্তবেলায় ‘বুমবুম’ নেন চতুর্থ শিকার, প্রতিপক্ষ ক্যাপ্টেন কামিন্সকে। দিনের শেষ বলেও উইকেট আসতে পারত। নেহাত স্টার্কের খোঁচা বোলার পর্যন্ত আসেনি। বুমরাহকে যোগ্য সঙ্গত দিলেন মহম্মদ সিরাজ ও অভিষেককারী হর্ষিত রানা। ফলে দিনের শেষে হোমটিমকেই বেশি চাপে দেখাচ্ছে। তবে শনিবার যশস্বী, কোহলিরা ব্যাট হাতে আবার ডোবালে পাশার দান ঘুরতে বাধ্য। তখন বুমরাহর এমন উজাড় করা বোলিংও বেকার যাবে!
স্কোরবোর্ড-ভারত প্রথম ইনিংস: যশস্বী ক ম্যাকসুইনি বো স্টার্ক ০, রাহুল ক ক্যারি বো স্টার্ক ২৬, পাদিক্কাল ক ক্যারি বো হ্যাজলউড ০, কোহলি ক খাওয়াজা বো হ্যাজলউড ৫, পন্থ ক স্মিথ বো কামিন্স ৩৭, জুরেল ক লাবুশানে বো মার্শ ১১, সুন্দর ক ক্যারি বো মার্শ ৪, নীতীশ ক খাওয়াজা বো কামিন্স ৪১, হর্ষিত ক লাবুশানে বো হ্যাজলউড ৭, বুমরাহ ক ক্যারি বো হ্যাজলউড ৮, সিরাজ অপরাজিত ০, অতিরিক্ত ১১, মোট ৪৯.৪ ওভারে ১৫০। উইকেট পতন: ১-৫, ২-১৪, ৩-৩২, ৪-৪৭, ৫-৫৯, ৬-৭৩, ৭-১২১, ৮-১২৮, ৯-১৪৪, ১০-১৫০। বোলিং: স্টার্ক ১১-৩-১৪-২, হ্যাজলউড ১৩-৫-২৯-৪, কামিন্স ১৫.৪-২-৬৭-২, লিয়ঁ ৫-১-২৩-০, মার্শ ৫-১-১২-২। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: খাওয়াজা ক কোহলি বো বুমরাহ ৮, ম্যাকসুইনি এলবিডব্লু বো বুমরাহ ১০, লাবুশানে এলবিডব্লু বো সিরাজ ২, স্মিথ এলবিডব্লু বো বুমরাহ ০, হেড বো হর্ষিত ১১, মার্শ ক রাহুল বো সিরাজ ৬, ক্যারি অপরাজিত ১৯, কামিন্স ক পন্থ বো বুমরাহ ৩, স্টার্ক অপরাজিত ৬, অতিরিক্ত ২, মোট (২৭ ওভারে) ৬৭-৭। উইকেট পতন: ১-১৪, ২-১৯, ৩-১৯, ৪-৩১, ৫-৩৮, ৬-৪৭, ৭-৫০। বোলিং: বুমরাহ ১০-৩-১৭-৪, সিরাজ ৯-৬-১৭-২, হর্ষিত ৮-১-৩৩-১।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সপরিবারে নিকট ভ্রমণের পরিকল্পনা। সহকর্মীরা কর্মক্ষেত্রে শত্রুতা করতে পারে। নতুন কোনও কর্মপ্রাপ্তি বা কর্মক্ষেত্রে বদলির...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা