খেলা

আগামী তিন মরশুমের আইপিএলের সূচি ঘোষণা করল বোর্ড

মুম্বই, ২২ নভেম্বর: নিয়ম বদল করল বিসিসিআই। আগামী তিন মরশুম অর্থাৎ ২০২৫-২০২৭ পর্যন্ত আইপিএলের শুরু এবং শেষের সম্ভাব্য দিন তারিখ ফ্র্যাঞ্চাইজিগুলিকে জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই ১০টি ফ্র্যাঞ্চাইজিকে ইমেলও করা হয়েছে। আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় বসছে নিলাম। ভাগ্য নির্ধারিত হবে ৫৭৪ জন ক্রিকেটারের। ফ্র্যাঞ্চাইজিগুলি মোট ২৫০ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে ৪৬ জনকে রিটেন করেছে একাধিক দল। এই মেগা নিলামের ঠিক দু’দিন আগেই অর্থাৎ আজ, শুক্রবার সকালে বিসিসিআইয়ের তরফে এই কথা জানানো হয়েছে। সাধারণত আইপিএলের সূচির ঘোষণা নিয়ে একেবারেই তাড়াহুড়ো করে না বোর্ড। ফ্র্যাঞ্চাইজির মতামত শোনার পর ক্যালেন্ডার দেখেই টুর্নামেন্টের কিছুদিন আগে সূচি ঘোষণা করা হয়। কিন্তু এবারে দীর্ঘদিনের সেই নিয়মে বেশ খানিকটা ফেরবদল ঘটনো হল। অনেকেই অবশ্য মনে করছেন, নতুন এই নিয়মের ফলে বিদেশি প্লেয়ারদের কখন পাওয়া যাবে সেটা বুঝতে সুবিধা হবে। বিদেশি ক্রিকেটারও নিজেদের দেশের বোর্ডের সঙ্গে কথা বলে নিতে পারবেন। পাশাপাশি নিলামে পরিকল্পনা করতেও কিছুটা সুবিধা হবে ফ্র্যাঞ্চাইজিদের। সূচি অনুযায়ী আগামী বছর আইপিএল শুরু হবে ১৪ মার্চ থেকে। ফাইনাল হবে ২৫ মে। অন্যদিকে, ২০২৬ সালে আইপিএল শুরু হবে ১৫ মার্চ থেকে। ফাইনালে হবে ৩১ মে। ২০২৭ সালে ১৪ মার্চ থেকে শুরু হবে আইপিএল। ফাইনাল ৩০ মে।
4d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা