খেলা

বল পায়ে অনুশীলন শুরু ইউস্তের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি চ্যালেঞ্জ লিগের মাঝপথেই কুঁচকিতে চোট পেয়েছিলেন হেক্টর ইউস্তে। চোট সারাতে দেশেও ফেরেন এই স্প্যানিশ ডিফেন্ডার। তারপর দলের সঙ্গে যোগ দিলেও গত কয়েকদিন আলাদাই ট্রেনিং করছিলেন। তবে কোচ অস্কার ব্রুজোঁর স্বস্তি ফিরিয়ে সোমবার ঘরের মাঠে বল পায়ে প্রস্তুতিতে নেমে পড়লেন হেক্টর। ফলে সমর্থকরা কিছুটা হলেও নিশ্চিন্ত। পাশাপাশি এদিন ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেন হিজাজি মাহের ও আনোয়ার আলি। 
শুক্রবার ঘরের মাঠে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। পেড্রো বেনালির দলের অসল শক্তি উইং প্লে। গতিতে বিপক্ষ বক্সে ত্রাসের সঞ্চার করছেন আলাদিনরা। রক্ষণে শিকল তোলার সঙ্গে লাল-হলুদের দুই উইং-হাফকেও তাই বাড়তি দায়িত্ব নিতে হবে। সোমবার ক্লাব তাঁবুতে অনুশীলনে তাই বাঁ প্রান্তে বিষ্ণুকে রেখে ডানদিকে জিকসনকে পরখ করলেন কোচ ব্রুজোঁ। পাশাপাশি সায়ন-বিষ্ণু কম্বিনেশন ঝালিয়ে রাখলেন তিনি। সেন্ট্রাল ডিফেন্সে আনোয়ারের সঙ্গী হওয়ার দৌড়ে এগিয়ে হেক্টর। তবে স্প্যানিশ কোচের হাতে এখনও তিনদিন সময় রয়েছে। তাই প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা বজায় রাখলেন তিনি। মঙ্গলবার ও বুধবার দলের অনুশীলনের পর প্রথম একাদশ চূড়ান্ত করবেন অস্কার। ইউস্তে না পারলে হিজাজি শুরু করবেন।
চলতি আইএসএলে দারুণ ছন্দে রয়েছে নর্থইস্ট। ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে উত্তর-পূর্বের ফ্র্যাঞ্চাইজি দলটি। পক্ষান্তরে, সাত ম্যাচে ইস্ট বেঙ্গলের ঝুলিতে রয়েছে মাত্র এক পয়েন্ট। তারউপর, মহমেডানের বিরুদ্ধে নন্দ ও মহেশ লাল কার্ড দেখায় শুক্রবার তাঁদের পাবেন না কোচ অস্কার। এমন পরিস্থিতিতে ঘরের মাঠে লাল-হলুদ ব্রিগেডের আরও এক কঠিন লড়াই অপেক্ষা করছে তা বলাই যায়।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা