খেলা

প্রথম ইনিংসে বুমবুমের বোলিং ম্যাচের টার্নিং পয়েন্ট: সম্বরণ

সৌগত গঙ্গোপাধ্যায়, কলকাতা: ১২ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজ হারের ধাক্কা! তার উপর ক্যাপ্টেন রোহিত শর্মা অনুপস্থিত। তারকা ব্যাটসম্যান শুভমান গিলেরও চোট। তাই অনেকেই ভেবেছিলেন, পারথেও লজ্জা জারি থাকবে বিরাট কোহলিদের। কিন্তু না! সমালোচকদের ভুল প্রমাণিত করে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বড় জয় ছিনিয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। ভারতের দুরন্ত পারফরম্যান্সে রীতিমতো উচ্ছ্বসিত সম্বরণ ব্যানার্জি। বাংলার রনজি জয়ী অধিনায়ক বললেন, ‘অবিশ্বাস্য জয়! পারথে অস্ট্রেলিয়ার দর্পচূর্ণ দারুণ উপভোগ করলাম।’ 
চলতি মাসের শুরুর দিকেও ধুঁকতে থাকা টিম কোন জাদুকাঠির ছোঁয়ায় জেগে উঠল? সম্বরণের বিশ্লেষণ, ‘আসলে আত্মতুষ্টির কারণেই নিউজিল্যান্ডের কাছে ভরাডুবি হয়েছিল। সেই ভুল থেকে শিক্ষা নিয়েছে ক্রিকেটাররা। পুরো তৈরি হয়েই ক্যাঙারুর দেশে পা রেখেছিল গৌতম গম্ভীর-ব্রিগেড।’ তবুও প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউটের পর ভারতের অন্ধ সমর্থকও হয়তো ভাবেননি পারথে এমন দাপট দেখাবে দল। প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘এর জন্য কৃতিত্ব প্রাপ্য যশপ্রীত বুমরাহর। প্রথম ইনিংসে ওর বোলিংই ম্যাচে পার্থক্য গড়ে দিল। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট।’একটু ভেবে সম্বরণের সংযোজন, ‘ভারতীয় পেসারদের তালিকায় কপিল দেবের ঠিক পরেই বুমরাহকে রাখব আমি।’
যশপ্রীতের পাশাপাশি তরুণ যশস্বী জয়সওয়ালকেও প্রশংসায় ভরিয়েছেন রনজি জয়ী অধিনায়ক। ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই সেঞ্চুরি হাঁকানো মুখের কথা নয়। ছেলেটের বুকের পাটা রয়েছে। তাছাড়া নীতিশ রেড্ডির কথাও উল্লেখ করতে হবে। আমার মতে হার্দিক পান্ডিয়ার বিকল্প পেয়ে গিয়েছে ভারত।’
আর বিরাট কোহলি? ‘কথায় আছে না, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তা ফের দেখিয়ে দিল বিরাট। বড় প্লেয়াররা বড় মঞ্চেই জ্বলে ওঠে। প্রথম ইনিংসে ও ক্রিজ থেকে অনেকটা বেরিয়ে খেলছিল। এই টেকনিক ইংল্যান্ডে কার্যকরী, অস্ট্রেলিয়ায় নয়। সেটা বুঝতে সময় নেয়নি বিরাট। দ্বিতীয় ইনিংসে ক্রিজের মধ্যে থেকেই সেঞ্চুরি হাঁকাল। প্রথম টেস্টেই বিরাটের ফর্মে ফেরা ভারতের জন্য বড় প্রাপ্তি।’ তাহলে কী অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জয়ের হ্যাটট্রিকের দিকেই এগচ্ছে টিম ইন্ডিয়া? জবাবে সম্বরণ অবশ্য সতর্ক। তাঁর মন্তব্য, ‘এখনই বলা ঠিক হবে না। ব্যাটিং ব্যার্থতায় পারথে ডুবেছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে গোলাপি টেস্টে খোঁচা খাওয়া বাঘের মতো পাল্টা আক্রমণ করতে চাইবে প্যাট কামিন্সরা।’ এদিকে, পরের টেস্টে রোহিত শর্মা ও শুভমান গিল ফিরলে টিম কম্বিনেশন কী হবে? ‘ধ্রুব জুরেল ও দেবদূত পাদিক্কালের জায়গায় রোহিত ও গিল আসবে। তবে লোকেশ ও যশস্বীর ওপেনিং জুটি ভাঙা ঠিক হবে না। তাই রোহিতের ব্যাটিং পজিশন নিয়ে ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। তিনে শুভমান খেলবে।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা