কলকাতা

৩০০ হেরিটেজ ভবনকে ‘গ্রেড’ দিতে সমীক্ষা, খরচ পৌনে দু’কোটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বিভিন্ন ঐতিহ্যবাহী ভবনকে রাজ্য হেরিটেজ কমিশনের অনুমোদন মেনে ‘গ্রেড’ দেয় কলকাতা পুরসভা। কিসের ভিত্তিতে এই গ্রেডেশন দেওয়া হয়, তার কোনও বিজ্ঞানভিত্তিক পদ্ধতি এতদিন ছিল না। কলকাতায় প্রায় ৩০০ এমন সম্পত্তি রয়েছে, যেগুলি হেরিটেজ ভবনের তকমা পেলেও এখনও ‘গ্রেড’ পায়নি। এমন হেরিটেজগুলিকে ‘গ্রেড’ প্রদান করতে এবার শিবপুর আইআইইএসটি’কে দায়িত্ব দিচ্ছে পুরসভা। তার জন্য পৌনে দু’কোটি টাকা রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের কাছে চাওয়া হয়েছে। সোমবার, নন্দনে হেরিটেজ সপ্তাহ উপলক্ষ্যে এক বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পুর কমিশনার ধবল জৈন সহ রাজ্য হেরিটেজ কমিশনের অন্যান্য কর্তাব্যক্তিরা। 
পুর কর্তৃপক্ষ জানিয়েছে, শহরের বাকি হেরিজেটগুলিকে ‘গ্রেড’ দেওয়ার ক্ষেত্রে বৈজ্ঞানিকভাবে তথ্যভিত্তিক সমীক্ষার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। শহরের হেরিটেজ আইন অনুসারে ভবনগুলিকে ‘গ্রেড I, IIA, IIB ও III’ এভাবে ভাগ করা হয়। সেই ভবনের ঐতিহাসিক গুরুত্ব, স্থাপত্যশৈলী, নির্মাণকাল, এসব কিছু ‘গ্রেড’ দেওয়ার সময় বিবেচনা হয়। মূলত উত্তর, মধ্য ও পূর্ব কলকাতায় কয়েকটি হেরিটেজ ভবনকে নানা কারণে এতদিন কোনও গ্রেড দেওয়া যায়নি। এবার সে কাজ হবে। এক আধিকারিক বলেন, এতদিন কিছু নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে গ্রেড দেওয়া হতো। তবে সেটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নয়। ফলে অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে, আমরা হেরিটেজ তকমা গিয়ে দিচ্ছি, গ্রেডও করা হচ্ছে। কিন্তু তারপর আদালতে মামলা হয়ে যাচ্ছে। কেন হেরিটেজ করা হল বা গ্রেড দেওয়া হল, তার কোনও বিস্তারিত ব্যাখ্যা থাকত না। তাই আমরা বিভিন্ন দেশের (লন্ডন, বেলজিয়াম, চিন, গ্রিস) পদ্ধতি খতিয়ে দেখেছি। একটি স্ট্যান্ডার্ড প্রসেস মেনে এবার বাকি থাকা বা আইনি জটিলতায় আটকে থাকা হেরিজেটগুলির সমীক্ষা হবে। তার ভিত্তিতে গ্রেড দেওয়া হবে। জানা গিয়েছে, শিবপুর আইআইইএসটি সমীক্ষার কাজ তদারকি করবে। তার আওতায় মূল সার্ভের কাজ করবেন ৬০ সমীক্ষক।  নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা