বিদেশ

বাংলাদেশের নতুন মুখ্য নির্বাচন কমিশনারের শপথ

ঢাকা: বাংলাদেশে নির্বাচন কি আসন্ন? কয়েক সপ্তাহ ধরে নির্বাচনের দাবি তুলে আসছে বিএনপি সহ একাধিক রাজনৈতিক দল। এরইমধ্যে  রবিবার আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন বাংলাদেশের নব গঠিত নির্বাচন কমিশনের সদস্যরা। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উপস্থিতিতে এদিন শপথবাক্য পাঠ করেন মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নাসিরের সঙ্গে নির্বাচন কমশিনার হিসেবে দায়িত্ব নিলেন মহম্মদ আনওয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তাহমিদা আহমেদ ও আবদুল ফজল মহম্মদ সানাউল্লা। সরকার ও মাসুদ দায়রা আদালতের অবসরপ্রাপ্ত বিচারক। সানাউল্লা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল। অন্যদিকে, বেগম অবসরপ্রাপ্ত সরকারি আমলা। এদিন সাংবাদিকদের উদ্দেশে নাসির বলেন, ‘দেশের সেবা করার এই সুযোগ পেয়ে আমি গর্বিত। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন দেশের মানুষ। নিরপেক্ষ নির্বাচনের জন্য অনেকদিন ধরে সংগ্রাম হয়েছে। অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দিতে আমি প্রতিজ্ঞাবদ্ধ। এর জন্য যা দরকার করব।’ গত ৫ সেপ্টেম্বর ইস্তফা দেন তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার কাজি হাবিবুল আওয়াল। তারপর থেকেই পদ খালি ছিল। সরকারি সূত্র জানাচ্ছে, বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা কখনও ঘটেনি। ২৯ অক্টোবর ছ’য় সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার। নেতৃত্বে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জুবের রহমান চৌধুরী। কমিটির প্রস্তাবিত নামের তালিকা থেকেই নাসিরকে নয়া নির্বাচন কমিশনার হিসেবে বেছে নেওয়া হয়।
19d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা