রাজ্য

পিএফ নিয়ে অভিযোগের সুরাহায় বিশেষ উদ্যোগ, রাজ্যের সর্বত্র ক্যাম্প ২৭ নভেম্বর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৭ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে পিএফ দপ্তরের ‘নিধি আপকে নিকট’ কর্মসূচি, জানিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ড ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)। পিএফ গ্রাহক এবং পেনশনভোগীরা কোনও সমস্যায় পড়লে সেই অভিযোগ দপ্তরে জানাতে পারেন। এছাড়া প্রত্যেক মাসের ২৭ তারিখে পিএফ দপ্তরের কর্মী ও অফিসাররা বিভিন্ন এলাকায় গিয়ে ক্যাম্প করেন। গ্রাহক ও পেনশনভোগীদের অভিযোগগুলি শোনেন তাঁরা। সেখানেই তার সমাধানের উদ্যোগ নেওয়া হয়। সেই কর্মসূচিকেই বলা হয় ‘নিধি আপকে নিকট’। 
দপ্তরের কর্তারা জানিয়েছেন, এরাজ্যে কলকাতার পার্ক স্ট্রিট আঞ্চলিক অফিসের জন্য ক্যাম্প বসবে বালিগঞ্জ সার্কুলার রোডে বালিগঞ্জ সায়েন্স কলেজের উল্টোদিকের ইস্পাত নিকেতনে। এছাড়াও কলকাতা আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে বজবজে মেহেতা রোডের ক্যালেডোনিয়ান জুট ইন্ডাস্ট্রিজে।
হাওড়া আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে হলদিয়ার ইলেকট্রোস্টিল কাস্টিংয়ে। পশ্চিম মেদিনীপুরে সেই ক্যাম্প হবে কুলাপাচুরিয়ার বেঙ্গল সিমেন্ট ওয়ার্কসে। এছাড়াও ঝাড়গ্রামে জোয়ালভাঙার ওম রাইস মিলে বসবে ক্যাম্প। পাশাপাশি হাওড়ার আওতায় ধূলাগড়ের জিন্দাল অফিস এবং হুগলির বাঁশবেড়িয়ার গ্যাঞ্জেস ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে বসবে নিধি আপকে নিকট ক্যাম্প। 
জলপাইগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প বসবে আলিপুরদুয়ারের মথুরাবাগান টি এস্টেটে এবং কোচবিহারের পুন্ডিবাড়ি কৃষি বিশ্ববিদ্যালয়ে। এছাড়াও জলপাইগুড়ির লিস রিভার টি এস্টেটে বসবে ক্যাম্প। বারাকপুর আঞ্চলিক অফিসের আওতায় নদীয়ার কৃষ্ণনগর পুরসভা অফিস এবং উত্তর ২৪ পরগনার হাজিনগরের হুকমচাঁদ জুট মিলে বসবে ক্যাম্প। জঙ্গিপুর আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প দুটি হবে মালদহের বিএস রোডের এইচ বি কনস্ট্রাকশনে এবং মুর্শিদাবাদের ধুলিয়ান ডাকবাংলো মোড়ের হোলিফেইথ অ্যাকাডেমিতে। দুর্গাপুর অফিসের আওতায় ক্যাম্প হবে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জের মাহেশ্বরী মাইনিংয়ের অফিস, পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ম্যাগনাস গ্লোবাল স্কুল এবং বাঁকুড়ার সোনামুখী পুরসভায়। এছাড়া দুর্গাপুর আঞ্চলিক অফিসের আওতায় পুরুলিয়ায় আনারা রেলইয়ার্ডে পাতিল রেল ইনফ্রাস্ট্রাকচার এবং বীরভূমের দুবরাজপুরের নানিমাহেশ হাসপাতালে ক্যাম্প হবে। শিলিগুড়ি আঞ্চলিক অফিসের আওতায় ক্যাম্প হবে দার্জিলিংয়ের ঝোমাস মেমোরিয়াল হাইস্কুল, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সুপার মার্কেট এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পাতিরাম পথসাথীতে। এছাড়াও কালিম্পংয়ের রিজিওনাল সেরিকালচার রিসার্চ স্টেশনে বসবে নিধি আপকে নিকটের ক্যাম্প, জানিয়েছে ইপিএফও।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা