খেলা

জামশেদপুর ম্যাচের গোলকে সেরা মানতে নারাজ লিস্টন

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতবার মুম্বই সিটির বিরুদ্ধে আইএসএলের লিগ শিল্ড খেতাব নির্ণায়ক ম্যাচে শেষবার জাল কাঁপিয়েছিলেন তিনি। চলতি মরশুমে একাধিক সুযোগ পেয়েও তা কাজে লাগাতে  পারেননি। সবুজ মেরুন সমর্থকদের বারবার হতাশ করছিলেন লিস্টন কোলাসো। তবে ২৬ বছর বয়সি এই তরুণ উইঙ্গারের উপর আস্থা হারাননি কোচ হোসে মোলিনা। শনিবার ঘরের মাঠে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে দুরন্ত গোলে তারই প্রতিদান দিলেন লিস্টন। প্রতিপক্ষের পাঁচ ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান এই গোয়ানিজ ফুটবলার। লিস্টনের এই লক্ষ্যভেদ অবশ্যই আইএসএলের অন্যতম সেরা গোলে জায়গা করে নেবে। মোহন বাগানের তারকা উইঙ্গার অবশ্য এই গোলকে কেরিয়ারের সেরা মানতে নারাজ। তাঁর কথায়, ‘চলতি মরশুমে এটা আমার প্রথম গোল। সেই নিরিখে অবশ্যই এর গুরুত্ব অনেক। তবে এটাই সেরা নয়। বরং গতবার মুম্বইয়ের বিরুদ্ধে লিগ শিল্ড চ্যাম্পিয়নশিপ নির্ণায়ক ম্যাচে গোলটা আমার কাছে অনেকটাই স্পেশাল।’
গোলের পর বলকে জড়িয়ে বিশেষ সেলিব্রেশন করতে দেখা যায় লিস্টনকে। এই প্রসঙ্গে তাঁর সংযোজন, ‘মরশুমের শুরুতে গোল না পাওয়ায় হতাশা বাড়ছিল। তবে কোচ আমার উপর পূর্ণ আস্থা রেখেছিলেন। তার মর্যাদা দিতে পারায় ভালো লাগছে। এই গোল আগামী ম্যাচগুলিতে আত্মবিশ্বাস বাড়াবে।’ কোচ মোলিনাও লিস্টনকে প্রশংসার ভরিয়ে দিলেন। বললেন, ‘প্রতি ম্যাচেই ও একাধিক সুযোগ তৈরি করে। তবে তা গোলে রূপ দিতে ব্যর্থ। এই মাচে দুর্দান্ত গোল করেছে। প্রতিপক্ষের পাঁচ ফুটবলারকে কাটিয়ে ঠান্ডা মাথায় শটটা ঠিকঠাক জায়গায় রেখেছে। আশা করি, আগামী দিনে ও এই ছন্দ ধরে রাখবে।’
লিগ টেবিলে শীর্ষে উঠে আসা প্রসঙ্গে মোলিনার বিশ্লেষণ, ‘পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে আসা কঠিন। তার থেকেও শক্ত সেটাকে ধরে রাখা। এর জন্য আমাদের আরও বেশি পরিশ্রম করতে হবে। গত কয়েক ম্যাচে ছেলেরা পরিকল্পনামাফিক ফুটবল মেলে ধরেছে। তবে আগামী দিনে আরও কঠিন লড়াই অপেক্ষা করছে। বাকি দলগুলিও ছন্দে রয়েছে।’ উল্লেখ্য, শেষ পাঁচ ম্যাচে এই নিয়ে চতুর্থবার ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়েন আলড্রেড-রডরিগেজরা।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা