খেলা

টানা পঞ্চম হার পেপের ম্যান সিটির

লন্ডন: ম্যাচের শেষ বাঁশি তখনও বাজেনি। অথচ এতিহাদ স্টেডিয়ামে অর্ধেক সিট ততক্ষণে খালি হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টার সিটির হোম ম্যাচে শেষ কবে এমন দৃশ্য দেখা গিয়েছে, বলা মুশকিল। শনিবার প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে চার গোল হজম করল পেপ গুয়ার্দিওলা ব্রিগেড। শুধু তাই নয়, সব টুর্নামেন্ট মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে মাঠ ছাড়লেন আর্লিং হালান্ডরা। ২০০৬ সালে শেষবার এমন লজ্জায় মুখ পুড়েছিল সিটিজেনদের। স্বাভাবিকভাবেই দলের এই হতশ্রী পারফরম্যান্সে সমর্থকদের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে। শনিবার অ্যাওয়ে ম্যাচে টটেনহ্যামের হয়ে জোড়া গোল জেমস ম্যাডিসনের। এছাড়া স্কোরশিটে নাম তোলেন পেড্রো পোরো ও ব্রেনান জনসন। ইপিএলে টানা তৃতীয় হারেও লিগ টেবিলে দ্বিতীয় স্থান ধরে রাখল ম্যান সিটি। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ২৩ পয়েন্ট। আর জিতে সমসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে উঠে এল টটনেহ্যাম।
দলের এমন পারফরম্যান্সে রীতিমতো হতাশ কোচ পেপ। তিনি জানান, ‘এই হার মেনে নেওয়া মুশকিল। এই মূহূর্তে জয় কিংবা হার নিয়ে ভাবছি না। বরং এই খারাপ সময় কাটিয়ে ওঠাই চ্যালেঞ্জ। এমন চলতে থাকলে, লিগ জয়ের দৌড়ে টিকে থাকা অসম্ভব। সামনে চ্যাম্পিয়ন্স লিগের লড়াই রয়েছে। ওই ম্যাচে জিতে ঘুরে দাঁড়াতে হবে।’
এদিকে, জয়ের ধারা অব্যাহত লিভারপুলের। রবিবার অ্যাওয়ে ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৩-২ গোলে দুরন্ত জয় ছিনিয়ে নিল আর্নে স্লটের ছেলেরা। জোড়া গোলে ম্যাচের নায়ক মহম্মদ সালাহ। এছাড়া দ্য রেডসের হয়ে জাল কাঁপান ডোমিনিক সোবোসলাই। সাউদাম্পটনের দুই গোলদাতা অ্যাডাম আর্মস্ট্রং ও ম্যাথুস ফার্নান্ডেজ। এই জয়ের সুবাদে ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল লিভারপুল। এদিন ইপিএলের অন্য ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ১-১ ড্র করল ইপসউইচ টাউনের বিরুদ্ধে। নতুন কোচ রুবেন আমোরিমের এটাই ছিল ম্যান ইউ’র হয়ে অভিষেক ম্যাচ। কিন্তু তাতে জয় অধরাই থাকল।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা