রাজ্য

রাজ্যজুড়েই কমছে তাপমাত্রা, শহরে  প্রথম পারদ নামল ১৮ ডিগ্রির নীচে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বর মাসে দিন যত গড়াচ্ছে তত কমছে তাপমাত্রা। এই নভেম্বরে রবিবারই প্রথম, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে (১৭.৬ ডিগ্রি)। এই প্রবণতা বজায় আছে রাজ্যজুড়েই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম। অনেক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তা নেমেছে ১২-১৩ ডিগ্রিতে। আপাতত আগামী কয়েকদিন এরকমই চলবে। আশা আবহাওয়া বিশেষজ্ঞদের। শহরে নভেম্বর মাসে এর চেয়েও বেশি শীত পড়ার নজির আছে। গত ১০-১২ বছরে নভেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা একাধিকবার ১৪ ডিগ্রিতে নামার সাক্ষী কলকাতা। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, ১৮৮৩ সালের ২২ নভেম্বর  কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি। আবার ২০১৯-এর নভেম্বরে সর্বনিম্ন তাপমাত্রা গিয়েছে ২১.৩ ডিগ্রি। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, নভেম্বরের শেষদিকে সাধারণত শীতের মাত্রা কিছুটা বাড়ে। তবে শহরে স্বাভাবিক ছন্দে জাঁকিয়ে শীত পড়তে এখনও দেরি আছে। ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি  পর্যন্তই কলকাতায় শীতের ‘পিক টাইম’। 
উত্তুরে হাওয়া জোরদার হলে রাজ্যে শীতের মাত্রা বাড়ে। হিমালয় সংলগ্ন এলাকায় তুষারপাতের পর কনকনে ঠান্ডা উত্তুরে হাওয়া উত্তর ভারত হয়ে রাজ্যে প্রবেশ করে। তখনই জাঁকিয়ে পড়ে শীত। এখনও সেরকম কনকনে উত্তুরে হাওয়া ঢোকেনি। শীতের ভরা মরশুমে অনেকসময় বঙ্গোপসাগর থেকে উষ্ণ জলীয় বাষ্প প্রবেশ করে তাপমাত্রা বাড়িয়ে দেয়। 
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি সুষ্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে। আজ, সোমবার এটি মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরের উপর আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা রবিবার পর্যন্ত পরিষ্কার নয়। তবে এটির অভিমুখ শ্রীলঙ্কা-তামিলনাড়ু উপকূলের দিকে থাকবে বলেই জানানো হয়েছে। এই সিস্টেমটির কোনও পরোক্ষ প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে কি না, নিশ্চিত নয় সেটাও। জানিয়েছেন আবহাওয়া অধিকর্তা। উপকূল অতিক্রম করার পর এটি কোন দিকে যাবে, নিম্নচাপের প্রভাব নির্ভর করছে তারই উপর। নিম্নচাপের কোনও প্রভাব রাজ্যে আপাতত পড়বে না। 
1m 23s ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা