রাজ্য

অস্ত্র পাচার কাণ্ডে ধৃত ২ জনের বিরুদ্ধেই খুনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শুধু অস্ত্র কারবারই নয়, ধৃত দু’জনের বিরুদ্ধে খুন, ডাকাতি রাহাজানির মতো একাধিক গুরুতর অভিযোগও রয়েছে। শনিবার কুলটি থানার পুরনো কল্যাণেশ্বরী মন্দিরের সামনে থেকে বিপুল অস্ত্র সহ দু’জনকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতদের বাড়ি মুর্শিদাবাদের ডোমকলে। বাজেয়াপ্ত করা  হয়েছে দশটি দেশীয় প্রযুক্তিতে তৈরি ওয়ানশার্টার ও ৫৪ রাউন্ড কার্তুজ। ধৃতদের পরিচয়ও আতঙ্কের। তাদের বিরুদ্ধে খুন, ডাকাতি সহ একাধিক অস্ত্র পাচারের মামলা রয়েছে পুলিসের খাতায়। পাশাপাশি, ধৃত দু’জনকে জেরা করে চাঞ্চল্যকর তথ্যও উঠে আসছে। জানা গিয়েছে, বিহার-ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী  বেসরকারি রুটের বাসে করে বাংলায় ঢুকছে  মুঙ্গেরের অস্ত্র। যেগুলির প্রতীকী নাম—‘দেশি কাট্টা’। 
কিছুদিন আগে কুলটি থানার পুলিসও এমনই এক রুটের বাস থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল। এহেন খুনি, ডাকাতের দল যেভাবে যাত্রীপূর্ণ বাসে অস্ত্র আনছে, তাতে উদ্বেগ বাড়ছে পুলিস মহলে। অস্ত্র পাচারে বাধা পেলে সহযাত্রীদের মাথায় বন্দুক ধরতেও যে তারা পিছুপা হবে না, তা একপ্রকার নিশ্চিত। এটা ভেবেই আতঙ্কে কাঁপছে বাসের যাত্রীরাও। 
শুক্রবার এসটিএফ গোপন সূত্রে খবর পায়, মুঙ্গের থেকে বিপুল অস্ত্র বাংলার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। অস্ত্র যাচ্ছে বাসে। এরপরই সোর্স মাধ্যমে তদন্তকারীরা জেনে ফেলেন, দুই কুখ্যাত অস্ত্র কারবারি কুলটি থানা এলাকার মধ্যেই কোনও একটি জায়গায় ১৯ নম্বর জাতীয় সড়কের উপর বাস থেকে নেমে পড়বে। সাদা পোশাকের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার কল্যাণেশ্বরী মন্দিরে ওঁত পেতে থাকেন। অস্ত্র হাত বদলের জন্য ধৃতরা বেছে নিয়েছিল এই প্রাচীন কালী মন্দির সংলগ্ন এলাকাকেই। অস্ত্র কারবারিরা এলাকায় আসতেই ঘিরে ধরে পুলিস। তাদের পিঠে থাকা ব্যাকপ্যাক থেকে উদ্ধার হয় ১০টি ওয়ানশর্টার পাইপগান, ৫০ রাউন্ড ৯ এমএম কার্তুজ ও ৪ রাউন্ড ৮ এমএম কার্তুজ।
2h 2m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা