রাজ্য

ট্যাবের টাকা হাতানোর অভিযোগ, বাইকের শোরুমের মালিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান, শিলিগুড়ি ও সংবাদদাতা, আলিপুরদুয়ার: ট্যাবের টাকা হাতানোর অভিযোগে এবার মুর্শিদাবাদের সাগরদিঘি থেকে একজনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃত আব্দুল মান্নান বিভিন্ন জনের কাছে থেকে ভোটার, আধার কার্ডের প্রতিলিপি নিয়ে অ্যাকাউন্ট খুলেছিল। সে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে টাকাও তুলেছে। তাকে সাগরদিঘি থেকে রবিবার গ্রেপ্তার করে আনা হয়েছে। এছাড়া শিলিগুড়ি থেকে পুলিস এক মহিলা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সাগরদিঘি থেকে গ্রেপ্তার হওয়া যুবকের বাইকের শোরুম রয়েছে। তারপরও সে বাড়তি টাকা আয় করার লোভে সাইবার প্রতারকদের সঙ্গে হাত মিলিয়েছিল। ধৃত যুবক বিড়ি শ্রমিকদের নথি হাতিয়েছিল। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়েই তাদের কাছে থেকে টাকা হাতানো হয়। এর আগে শিলিগুড়ি থেকে ধৃত কিষানগঞ্জের যুবকও একই কায়দায় চা শ্রমিকদের কাছ থেকে নথি হাতিয়েছিল। প্রতিটি ছাত্রের টাকা আলাদা অ্যাকাউন্টে পাঠানো হয়। সব টাকা একই অ্যাকাউন্টে পাঠানো হলে ধরা পড়ার আশঙ্কা থাকে। সেই কারণেই তারা এই কৌশল নিয়েছিল। যদিও তাতেও শেষরক্ষা হয়নি। যেসব অ্যকাউন্টে টাকা জমা পড়েছে সেগুলি পুলিস চিহ্নিত করেছে। অ্যাকাউন্টের মালিকদেরও পুলিস জেরা করছে। তাদের অজান্তেই টাকা জমা পড়েছে বলে মুচলেকা নেওয়া হচ্ছে। 
পূর্ব বর্ধমানের পুলিস সুপার সায়ক দাস বলেন, ধৃতকে জেরা করা হবে।  জেলা পুলিসের এক আধিকারিক বলেন, এই চক্রের কয়েকজন এখনও অধরা রয়েছে। প্রতারকরা মূলত তিনটি দলে ভাগ হয়ে অপারেশন চালিয়েছে। কয়েকজন পোর্টাল সংক্রান্ত তথ্য জোগাড় করেছিল। কয়েকজন শিক্ষক এই কাজ করেছে। কয়েকজন তথ্য নিয়ে পোর্টালে অ্যাকসেস নেয়। তারা অন্য অ্যাকাউন্টে টাকা হস্তান্তর করে। বাকিরা গ্রামবাসীদের ভুল বুঝিয়ে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে অ্যাকাউন্ট খোলে। সেই অ্যাকাউন্টগুলিতেই টাকা পাঠানো হয়েছিল। কয়েকশো অ্যাকাউন্টে এভাবে টাকা পাঠানো হয়েছে। যারা টাকা তুলেছিল তাদেরও পুলিস চিহ্নিত করতে পেরেছে। তাদের একে একে পাকড়াও করা হচ্ছে।
অন্যদিকে, শনিবার রাতে মাটিগাড়া থানার সহযোগিতায় শহরের লেনিন কলোনি থেকে দু’জনকে গ্রেপ্তার করে পূর্ব মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার পুলিস। ধৃতদের নাম নজরুল ইসলাম ও রুকসানা খাতুন। এদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্যাবের টাকা ঢুকেছিল। দু’জনই বালি খাদানের শ্রমিক। শিলিগুড়ি আদালতের নির্দেশে ধৃতদের তিনদিনের ট্রানজিট রিমান্ডে পূর্ব মেদিনীপুর নিয়ে গিয়েছে কেশিয়াড়ি থানার পুলিস। একই রাতে এনজেপি থানার সহযোগিতায় নৌকাঘাট থেকে আরও একজনকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেটের পুলিস। ধৃতের মহম্মদ মেহেবুব। সে শিলিগুড়িরই একটি বেসরকারি সংস্থার হিসেবরক্ষক হিসেবে কাজ করত।  
এদিকে, ট্যাব কাণ্ডের জাল ছড়াল আলিপুরদুয়ারেও। শনিবার রাতে আলিপুরদুয়ার জেলা সদর লাগোয়া পররপার গ্রাম পঞ্চায়েতের বীরপাড়া চৌপথির বাসিন্দা এক যুবককে পাকড়াও করে কলকাতার বিধাননগর কমিশনারেটের পুলিস। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম প্রবীর দাস। বীরপাড়া চৌপথিতে তার একটি ওষুধের দোকান আছে। আলিপুরদুয়ারের পুলিস সুপার ওয়াই রঘুবংশী বলেন, বীরপাড়া চৌপথির বাসিন্দা প্রবীর দাস নামে এক যুবককে বিধাননগর কমিশনারেটের পুলিস ধরে নিয়ে গিয়েছে। এর বেশিকিছু তথ্য আমাদের হাতে নেই।
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা