পারথ: দু’হাতে আকাশে প্রসারিত। সবুজ ঘাসে পড়ে রয়েছে ব্যাট। শতরানের পর উচ্ছ্বসিত যশস্বী জয়সওয়ালের এই ভঙ্গি রীতিমতো ভাইরাল নেট দুনিয়ায়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্টেই ১৬১ রানের দুরন্ত ইনিংসে ক্রিকেট মহলে আলোড়ন ফেলে দিয়েছেন বাঁ হাতি ওপেনার। বাইশ গজে ব্যাট হাতে স্ট্রোকের ফুলঝুরিতে মাতিয়েছেন গ্যালারি। প্রচারমাধ্যমের সামনেও সেই মেজাজে দেখা গেল তাঁকে। স্টার্ক, কামিন্স, হ্যাজলউডদের শাসন করা ইনিংসের নেপথ্যে ‘ভয়ডরহীন মানসিকতা’ ও ‘সাহসী সিদ্ধান্ত’ নেওয়ার ক্ষমতাকে চিহ্নিত করছেন তিনি। যশস্বীর কথায়, ‘এই সেঞ্চুরি আমার কাছে ভেরি স্পেশ্যাল। অস্ট্রেলিয়া সফরের স্বপ্ন দেখতাম বরাবরই। এই শতরান সেজন্যই গুরুত্বপূর্ণ। ব্যাটিংয়ের সময় কোনও বোলারকেই ভয় পাই না। নিজের উপর আস্থা রাখি। প্রয়োজনে দুঃসাহসও দেখাই। অস্ট্রেলিয়ার মাটিতে ওদের বোলিংয়ের বিরুদ্ধে এই ইনিংস এসেছে। বিশ্বসেরাদের বিরুদ্ধে শতরানের মজাই আলাদা।’
বড় শতরান অভ্যাসে পরিণত করে ফেলেছেন যশস্বী। চারটি টেস্ট সেঞ্চুরিতেই দেড়শোর বেশি রান করেছেন। তাঁর কথায়, ‘কখনই ভাবিনি যে এত বড় সেঞ্চুরি করব। আমি ছোট ছোট লক্ষ্য সামনে রেখেই এগিয়ে চলি। সেশন টু সেশন, এভাবেই ভাবি। রাহুল ভাইয়ের সঙ্গে বড় পার্টনারশিপ গড়েছি শুরুতে। আমাকে প্রতি মুহূর্তে আগলে রেখেছিল ও।’ নিজের ইনিংস নিয়ে তাঁর মূল্যায়ন, ‘শুক্রবার বল সিম করছিল। দ্বিতীয় ইনিংসে নামার সময় আলোচনা করেছি নতুন বল সামলানোর ব্যাপারে। এখানের বাউন্সের জন্য প্রস্তুত ছিলাম আমরা। এই কন্ডিশনে কীভাবে ব্যাট করব, তার জন্য তৈরি হয়েছি নেটে।’ ছক্কা মেরে সেঞ্চুরিতে পৌঁছন তিনি। দিনের নায়কের মতে, ‘জানতাম হ্যাজলউড বাউন্সার দেবে। আমি তৈরিই ছিলাম শর্টপিচড ডেলিভারির জন্য। মারতে অসুবিধা হয়নি।’
বিরাট কোহলির শতরান নিয়ে যশস্বীর মন্তব্য, ‘২০১৮ সালে পারথে বিরাট ভাইয়ের সেঞ্চুরি দেখেছিলাম টিভিতে। এবার একদম সামনে থেকে সাক্ষী রইলাম শতরানের। কত বছর ধরে বিরাট ভাই এভাবেই খেলে চলেছে। ও অবিশ্বাস্য ব্যাটসম্যান। বিরাট ভাই সেঞ্চুরি পাওয়ায় আমরা সবাই খুশি। ওঁর শতরানের অপেক্ষায় ছিলাম সকলে। দুর্দান্ত ব্যাট করল।’
স্কোরবোর্ড : ভারত প্রথম ইনিংস ১৫০। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ১০৪। ভারত দ্বিতীয় ইনিংস (১৭২-০ এর পর): যশস্বী ক স্মিথ বো মার্শ ১৬১, রাহুল ক ক্যারি বো স্টার্ক ৭৭, পাদিক্কাল ক স্মিথ বো হ্যাজলউড ২৫, বিরাট অপরাজিত ১০০, পন্থ স্টাঃ ক্যারি বো লিয়ঁ ১, জুরেল এলবিডব্লু বো কামিন্স ১, সুন্দর বো লিয়ঁ ২৯, নীতীশ অপরাজিত ৩৮, অতিরিক্ত ৫৫, মোট (১৩৪.৩ ওভারে) ৪৮৭-৬ (ডিঃ)। উইকেট পতন: ১-২০১, ২-২৭৫, ৩- ৩১৩, ৪-৩২০, ৫-৩২১, ৬-৪১০। বোলিং: স্টার্ক ২৬-২-১১১-১, হ্যাজলউড ২১-৯-২৮-১, কামিন্স ২৫-৫-৮৬-১, মার্শ ১২-০-৬৫-১, লিয়ঁ ৩৯-৫-৯৬-২, লাবুশানে ৬.৩-০-৩৮-০, হেড ৫-০-২৬-০। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস (টার্গেট ৫৩৪ রান): ম্যাকসুইনি এলবিডব্লু বো বুমরাহ ০, খাওয়াজা ব্যাটিং ৩, কামিন্স ক কোহলি বো সিরাজ ২, লাবুশানে এলবিডব্লু বো বুমরাহ ৩, অতিরিক্ত ৪, মোট (৪.২ ওভারে) ১২-৩। উইকেট পতন: ১-০, ২-৯, ৩-১২। বোলিং: বুমরাহ ২.২-১-১-২, সিরাজ ২-০-৭-১।