বিদেশ

দেশের আধিকারিকদেরই ‘দুষ্কৃতী’ বলে তোপ দাগলেন কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো

ওটাওয়া, ২৪ নভেম্বর: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত হয়েছে কানাডার। দুই দেশই বিষয়টিকে কেন্দ্র করে একে ওপরের দিকে আঙুল তুলেছে। এবার এই বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে নিজের দেশের নিরাপত্তা আধিকারিকদের ‘দুষ্কৃতী’ বলে তোপ দাগলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত সপ্তাহে কানাডার এক সংবাদমাধ্যমে একটি রিপোর্ট প্রকাশিত হয় যাতে বলা হয়, নিজ্জরকে হত্যার ছক কষেছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর তা জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে। সেই খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় গোটা বিশ্ব। কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লিও। সেই খবর সামনে আসতেই  নিজের দেশের আধিকারিকদের উপরই বেজায় চটে যান ট্রুডো। কীভাবে এমন স্পর্শকাতর বিষয়টি সংবাদমাধ্যমের কাছে পৌঁছল? সেই বিষয়ে ক্ষুব্ধ ট্রুডো। তাই নিজের দেশেরই উচ্চপদস্থ আধিকারিকদেরই ‘দুষ্কৃতী’ বলে দেগে দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত আমরা দেখছি, অত্যন্ত গোপন তথ্যও মিডিয়ার কাছে ফাঁস করে দিচ্ছে দুষ্কৃতীরা। আর তা থেকেই ভুল রিপোর্ট প্রকাশিত হচ্ছে। কানাডার প্রশাসনে বিদেশিরা হস্তক্ষেপ করছে কিনা সেই নিয়ে জাতীয় পর্যায়ে তদন্ত চলছে।’ এই বিষয়ে ট্রুডোর নিরাপত্তা উপদেষ্টাও এক বিবৃতিতে জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদেশমন্ত্রী জয়শঙ্কর বা নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিরুদ্ধে কানাডার মাটিতে কোনও অপরাধমূলক কাজে জড়িত প্রমাণ নেই। অভিযুক্ত হিসেবে এদের কারোর নামও উল্লেখ করেনি কানাডার সরকার।’
 
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা