দেশ

রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গড়ার দাবি জানালেন হেমন্ত, ২৮ নভেম্বর মুখ্যমন্ত্রী পদে শপথ

রাঁচি, ২৪ নভেম্বর: বিজেপির তাবড় নেতাদের সঙ্গে লড়াই করে গড় রক্ষা করেছেন হেমন্ত সোরেন। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন স্ত্রী কল্পনা সোরেন। একদিকে যখন মহারাষ্ট্রের বিধানসভায় নির্বাচন সহ দেশের বিভিন্ন উপ নির্বাচনে ভালো ফলে উচ্ছ্বসিত গেরুয়া শিবির। তখনই বিরোধী দল তথা ইন্ডিয়ার মুখ রক্ষা করেছেন হেমন্ত। তাঁর বিরুদ্ধে বিজেপির করা অপপ্রচারের পাল্টা জবাব দিয়েছে ঝাড়খণ্ডের মানুষ, মত রাজনৈতিক মহলের। মোদি,শাহ, যোগী, শিবরাজ সিং চৌহান, হিমন্ত বিশ্বশর্মা সহ একঝাঁক বিজেপি নেতারা পরিযায়ী পাখির মতো এসেছিল ঝাড়খণ্ডে ভোটপ্রচারে। ঠিক যেমনটা পশ্চিমবঙ্গে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে করেছিল গেরুয়া শিবির। ঝাড়খণ্ডেও একই পন্থা অবলম্বন করে তাঁরা। যদিও ফলাফল সেই একই। বাংলার মানুষের মতোই বিজেপিকে ভোটবাক্সে জবাব দিয়েছে ঝাড়খণ্ডবাসী। ফের সরকার গড়তে চলেছেন হেমন্ত সোরেন। আগামী ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে শপথ নেবেন হেমন্ত। আজ, রবিবার বিকেল ৪টের সময়ে রাঁচিতে ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ গাংওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে পদত্যাগ করেন হেমন্ত সোরেন। সেই পদত্যাগপত্র রাজ্যপালের হাতে তুলে দিয়েই সরকার গড়ার দাবি জানিয়েছেন জেএমএম নেতা।  জনাদেশের রায়ে ঝাড়খণ্ডে ইন্ডিয়া জোটের ঝুলিতে গিয়েছে ৫৬টি আসন। বিজেপি পেয়েছে ২৪টি আসন। তাই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার নিরিখে এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গড়ার দাবি জানিয়েছেন হেমন্ত। আগামী ২৮ নভেম্বর রাজভবনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হেমন্ত। সূত্রের খবর, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য হেমন্ত সোরেন আমন্ত্রণ জানাবেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, সপা প্রধান অখিলেশ যাদব, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল, আরজেডি নেতা তেজস্বী যাদব। জানা গিয়েছে, এবারের হেমন্তের মন্ত্রিসভায় চারটি দপ্তরের দাবি জানিয়েছে ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়করা। আগামী ২৮ নভেম্বর হেমন্তের সঙ্গে আর কেউ শপথ নেবেন কিনা সেই বিষয়ে কিছুই জানা যায়নি।
11h 11m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা