দেশ

পুরীর রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ দ্রুত শুরু করা হোক, এএসআইয়ের কাছে আর্জি মন্দির কর্তৃপক্ষের

পুরী, ২৪ নভেম্বর: ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের কাছে পুরীর রত্ন ভাণ্ডার সংস্কারের কাজ দ্রুত শুরু করার আর্জি জানাল মন্দির কর্তৃপক্ষ। হায়দরাবাদের ন্যাশনাল জিওফিজিকল রিসার্চ ইন্সটিটিউটের সহায়তায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ রত্ন ভাণ্ডারের জিপিআর-জিপিএস সমীক্ষার রিপোর্ট তৈরি করে। ৪৫ পাতার বিস্তারিত সেই রিপোর্ট হাতে পাওয়ার পরই মন্দির কর্তৃপক্ষ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে দ্রুত রত্ন ভাণ্ডার সংস্কারের লিখিত আবেদন জানিয়েছে।
গতকাল, শনিবার মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি বলেন, “রত্ন ভাণ্ডার মেরামতি এবং সংস্কারের কাজে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে সব ধরনের সাহায্য করা হবে। আমরা জিপিআর-জিপিএস সমীক্ষার রিপোর্ট হাতে পেয়েছি।” তিনি আরও বলেন, “মন্দিরের কাঠামোগত স্থিতিশীলতা এবং নিরাপত্তার দিকে সর্বদাই মন্দির কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি রয়েছে। জিপিআর-জিপিএস সমীক্ষার রিপোর্টটি আমাদের আরও খতিয়ে দেখতে হবে। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, রত্নভাণ্ডারে দেওয়াল এবং মেঝ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।”
৪৬ বছর আগে, ১৯৭৮ সালে প্রথমবার খোলা হয়েছিল পুরীর রত্ন ভাণ্ডার। তদারকির পর ফের বন্ধ হয়ে গিয়েছিল দরজা। মাঝে ১৯৮৫ সালে সামান্য কিছু সময়ের জন্য খোলা হয় দরজা। তারপর বহু ঝড় বয়ে গিয়েছে পুরীর সমুদ্রতটের উপর দিয়ে। তাই বলা যায়, ৪৬ বছর পর, গত জুলাই মাসে ফের খোলা হয় রত্ন ভাণ্ডার। এরপরই রত্ন ভাণ্ডারের ভিতরে বেশ কিছু দিন সমীক্ষা চালায় ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা