কলকাতা

জাতীয় স্তরের শ্যুটারকে বন্দুকের লাইসেন্স অনুমোদনে গড়িমসি! হাইকোর্টের রোষের মুখে রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় স্তরের শ্যুটারকে বন্দুকের লাইসেন্সের অনুমোদন দিতে গড়িমসি! তারই জেরে প্রশ্নের মুখে খেলোয়াড়ের ভবিষ্যৎ। এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়ল রাজ্য। বিষয়টি নিয়ে অবিলম্বে নদীয়ার জেলাশাসককে পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 
নদীয়ার গয়েশপুরের বাসিন্দা অঙ্কুশ সাহা জাতীয় স্তরের শ্যুটার। আগামী ডিসেম্বরে পাঞ্জাবে একটি জাতীয় স্তরের প্রতিযোগিতায় তাঁর অংশ নেওয়ার কথা। তাই তিনি গত ফেব্রুয়ারি মাসে বন্দুকের লাইসেন্সের জন্য আবেদন জানিয়েছিলেন। কিন্তু প্রতিযোগিতার তারিখ এগিয়ে এলেও তাঁর আবেদনে সাড়া দেয়নি নদীয়া জেলা প্রশাসন। উল্টে জেলাশাসকের তরফে ডিসেম্বর মাসেই তাঁকে হিয়ারিংয়ের তারিখ দেওয়া হয়েছে। বাধ্য হয়ে হাইকোর্টের দ্বারস্থ হন সেই শ্যুটার। 
সম্প্রতি বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানিতে অঙ্কুশের আইনজীবী দাবি করেন, ২০১৬ সালের অস্ত্র আইন মোতাবেক বন্দুকের লাইসেন্সের আবেদনের পর ৯০ দিনের মধ্যে তার নিষ্পত্তি প্রয়োজন। এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে ওই আবেদন জমা দেওয়া হলেও ডিসেম্বর মাসে হিয়ারিংয়ের তারিখ রাখা হয়েছে। অথচ প্রতিযোগিতা হবে ডিসেম্বর মাসে এবং রেজিস্ট্রেশন শেষ হবে নভেম্বরের শেষ তারিখে। এই বক্তব্য শোনার পরই রাজ্যের কাছে গড়িমসির কারণ জানতে চান বিচারপতি সিনহা। রাজ্যের তরফে জানানো হয়, লোকসভা নির্বাচনের কারণে দেরি হয়েছে। এই বক্তব্য শোনার পরই বিচারপতি সিনহা বলেন, একজনের ভবিষ্যৎ প্রশ্নের মুখে আর আপনারা ভোটের দোহাই দিচ্ছেন? জেলাশাসকের দেখানো এই কারণ কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 
এরপরই নির্দেশে বিচারপতি জানিয়ে দেন, নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে হিয়ারিংয়ের তারিখ স্থির করে ওই ক্রীড়াবিদকে বন্দুকের লাইসেন্স প্রদান করার ব্যাপারে ব্যবস্থা নিতে হবে জেলাশাসককে। 
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা