কলকাতা

ডাক্তারের লোগো দেওয়া গাড়ি থেকে উদ্ধার ১২০ কেজি গাঁজা, দলের পান্ডা মহিলা সহ গ্রেপ্তার চার

সংবাদদাতা, বারুইপুর: চিকিৎসকের লোগো বসানো গাড়িতে করেই মাদক পাচারের চেষ্টা। সেই গাড়ি থেকে উদ্ধার হয়েছে ১২০ কেজি গাঁজা। যার বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। শুক্রবার রাতে বারুইপুর-ক্যানিং রোডের কুড়ালি এলাকায় ধরা পড়ে ওই গাড়িটি। সঙ্গে ধরা পড়ে চারজন। তার মধ্যে এক মহিলাও আছেন। সবাইকে গ্রেপ্তার করেছে বারুইপুর থানা। পুলিস সূত্রে খবর, ধৃত মহিলার নাম বাসন্তী সেনাপতি। তিনিই এই দলের মাথা। আসল বাড়ি ওড়িশার বালেশ্বরে। কিন্তু হাওড়ার ধূলাগড়ে একটি বাড়ি ভাড়া নিয়ে তিনি কয়েক বছর ধরে এই কারবার চালাচ্ছিলেন। তাঁর সঙ্গী ছিলেন ক্যানিংয়ের শৌভিক বৈদ্য, কুলতলির বাসিন্দা কার্তিক নস্কর এবং গাড়িচালক দেবনাথ নস্কর। এদের মাধ্যমেই ক্যানিং, জয়নগর, কুলতলি সহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হতো।
তবে কেন চিকিৎসকের লোগো বসানো গাড়ি ব্যবহার করা হল, তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। পুলিস জানিয়েছে, গাড়ির মালিকানার ব্যাপারে খোঁজ নেওয়া চলছে। এক তদন্তকারী অফিসার বলেন, এই মহিলা ওড়িশা থেকে মাদক এনে সঙ্গীদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করতেন। কাদের এই মাদক সরবরাহ করা হতো, তা পুলিস খতিয়ে দেখছে। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা