কলকাতা

দমদমের বদলে নোয়াপাড়া, প্রথম দিনেই চূড়ান্ত দুর্ভোগে মেট্রোযাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার দফায় দফায় ব্যাহত হল মেট্রো পরিষেবা। চূড়ান্ত দুর্ভোগ পোহাতে হল আমজনতাকে। এদিন থেকে কবি সুভাষ থেকে দমদমের বদলে মেট্রোর উত্তরমুখী যাত্রা নোয়াপাড়ায় শেষ হচ্ছিল। আবার সেখান থেকেই যাত্রী তুলে ডাউনে কবি সুভাষের দিকে যাত্রার মহড়া শুরু হয়েছে। তার জেরে রীতিমত বিঘ্নিত হয়েছে পরিষেবা। অন্যদিকে এই ডাউন লাইনে এদিন ফের বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় দীর্ঘসময় মেট্রো চলাচল বন্ধ থাকে। কারিগরি ত্রুটিতে শ্যামবাজার-গিরিশ পার্কের মধ্যবর্তী অংশের থার্ড লাইন বিদ্যুৎহীন হয়ে পড়ে। যার জেরে শহরের লাইফ লাইনের চাকা অচল হয়ে যায়। যাত্রীদের অভিযোগ, এদিন সকালের বিচ্যুতি নিয়ে রেলের তরফে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। যার জেরে যাত্রীরা বিভ্রান্ত হয়ে পড়েন। গোটা ঘটনায় নর্থ-সাউথ করিডরের বিভিন্ন স্টেশনে যাত্রীদের ভিড় বাড়তে শুরু করে। একের পর এক মেট্রো রেক মাঝপথে দাঁড়িয়ে যায়। টোকেন ফেরত দেওয়া নিয়ে বিভিন্ন স্টেশনে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। বহু স্টেশনের কাউন্টার ওই সময় বন্ধ থাকায় যাত্রী বিক্ষোভের মুখে পড়েন মেট্রো কর্মীরা।
অন্যদিকে, দক্ষিণেশ্বর স্টেশন চালুর পর থেকে বহু বছর নোয়াপাড়া স্টেশনে মেট্রোর যাত্রা বিরতি কিংবা যাত্রা শুরু হয়নি। মেট্রো ভবনের নির্দেশে এদিন সেই প্রক্রিয়া সম্পন্ন করতে গিয়ে রীতিমত হোঁচট খেতে হয়েছে বলে অভিযোগ। মেট্রোর এক শীর্ষ কর্তার দাবি, জেনারেল ম্যানেজারের নির্দেশ মোতাবেক এই ব্যবস্থা চালু হয়েছে। এতদিন আপ লাইনে দমদমে মেট্রোর যাত্রা শেষ করে সেখান থেকেই তা ফের শুরু হতো। এদিন দমদম থেকে আপ লাইন ধরে নোয়াপাড়ায় যাত্রী নামিয়ে রেকগুলি পয়েন্ট বদল করে খালি গাড়ি ডাউন লাইনে উঠছিল। এই ব্যবস্থা কার্যকর করার ক্ষেত্রে প্রবল জটিলতা তৈরি হয়। সেখানে একাধিক পয়েন্টে গণ্ডগোল আছে। শুধু তাই নয়, নোয়াপাড়ায় রেক খালি করে সেটিকে ফের ডাউনে নিয়ে যেতে দীর্ঘ সময় লেগেছে। এই প্রক্রিয়া চলাকালীন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ডাউন রেকগুলি নোয়াপাড়ার আগে বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য হয়। সবমিলিয়ে গোটা দিনজুড়ে গাড়ি চলাচল বিঘ্নিত হয়েছে। সুনির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলতে পারেনি কলকাতার এই গর্বের যান। যার সরাসরি প্রভাব পড়েছে যাত্রী পরিষেবায়। এদিন জরুরি কাজে বেরিয়ে যাত্রীদের মেট্রোর জন্য অপেক্ষার প্রহর দীর্ঘায়িত হয়েছে। 
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা