কলকাতা

দুই ফুসফুসে আটকে দু’টি দাঁত! প্রৌঢ়ের প্রাণ বাঁচাল এনআরএস

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফুসফুসে দাঁত? হ্যাঁ, দুই ফুসফুসে আটকে ছিল দু’টি নকল দাঁত! ফল যা হওয়ার ছিল, তা-ই হচ্ছিল। প্রবল কষ্ট। তবে প্রথমে মজা ভেবে ঠাট্টা-মশকরা একটু করেছিল সবাই। তবে তাতে মোটেই আটকে থাকেনি বিষয়টি। বীরভূমের নানুরের বাসিন্দা শেখ সাজিদের (নাম পরিবর্তিত) প্রচণ্ড কাশি শুরু হয়। মাঝেমাঝে শ্বাসকষ্ট। শ্বাস নিলে বাড়ির লোকজন চমকে যেতেন। রীতিমতো সাঁইসাঁই আওয়াজ শোনা যেত। গত দু’বছর ধরে ফুসফুস থেকে দাঁত বের করতে কোথায় না ঘুরেছেন বছর পঞ্চাশের সাজিদ! নানুর হাসপাতাল থেকে ভারত বিখ্যাত দক্ষিণের সাঁইবাবা হাসপাতাল, বাদ রাখেননি কিছুই। টাকাও খরচ হচ্ছিল জলের মতো। অবশেষে এনআরএস মেডিক্যাল কলেজ তাঁকে এই বিপজ্জনক সমস্যা থেকে নিষ্কৃতি দিল। এই হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের চিকিৎসকরা ফুসফুস থেকে বের করে আনলেন দাঁত দু’টি। সাজিদের ছেলে আব্বাস বারবার ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকদের। এনআর এস’য়ের বক্ষরোগ বিভাগের প্রধান ডাঃ জয়দীপ দেব বলেন, ‘ওই ব্যক্তি এখন ভালো আছেন। দু-তিনদিনের মধ্যে ছুটি দেব।’ 
হাসপাতাল সূত্রে খবর, প্রথম ঘটনাটি ঘটে ২০১৯ সালে। একটি নকল দাঁত খুলে যায় শেখ সাজিদের। তিনি ভুল করে সেটি গিলে ফেলেন। দাঁতটি গিয়ে আটকে যায় শ্বাসনালী এবং ফুসফুসের সংযোগস্থলের মুখে। শুরু হয় তুমুল অস্বস্তি। এরপর আর একটি নকল দাঁত বসানো হয়। ২০২৩ সালে ফের অঘটন। নতুন দাঁতটিও খুলে যায়। সেটিও শ্বাসনালী ধরে ব্রঙ্কাসে গিয়ে ফুসফুসে ঢোকার মুখে যায় আটকে। এবার অস্বস্তি আরও বাড়ে। শ্বাস নিতে কষ্ট হওয়ায় সাঁই সাঁই করে আওয়াজ বের হতে থাকে। লাগাতার কাশতে থাকেন সাজিদ। আব্বাস বলেন, ‘নানুর, বোলপুর মহকুমা হাসপাতাল, বর্ধমান মেডিক্যাল কলেজে দেখানোর পরও বাবার দাঁত বের করতে পারেননি চিকিৎসকরা। এরপর আমরা দক্ষিণ ভারতের বিখ্যাত সাঁইবাবা হাসপাতালে যাই। সেখানে কোনও লাভ হল না। ওরা দক্ষিণেরই আর একটি বিখ্যাত হাসপাতালে রেফার করে। সেখানেও যাই। কিন্তু নিট ফল শূন্য। শেষে রাজ্যে ফিরে এসে লোকমুখে শুনে এনআরএস মেডিক্যাল কলেজে বাবাকে দেখাই। চিকিৎসকরা বলেন, সপ্তাহদুয়েক আগে সাজিদকে ভর্তি করা হয়। সিটি স্ক্যান এবং অন্যান্য পরীক্ষা হয়। সপ্তাহখানেক আগে দাঁত দু’টি বের করে আনার চেষ্টা হয়েছিল। দাঁতের আশপাশে নানা পদার্থ জড়ো হওয়ায় তা সম্ভব হয়নি। তবে সেবার ব্রঙ্কোস্কপি দিয়ে দাঁত দু’টি অনেকটাই পরিষ্কার করে দিই। এদিন (শনিবার) ফাইবার অপটিক ব্রঙ্কোস্কোপ ব্যবহার করা হয়। কিছুক্ষণের চেষ্টায় দুই ফুসফুস থেকেই বেরিয়ে আসে দু’খানি দাঁত।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা