কলকাতা

ফ্ল্যাট নিয়ে প্রতারণা, গ্রেপ্তার প্রোমোটার

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চুক্তিমতো প্রায় ২১ লক্ষ টাকা দেওয়া সত্ত্বেও ফ্ল্যাট না দেওয়ার অভিযোগ উঠল। তারপর প্রতারণার অভিযোগে শুক্রবার শেক্সপিয়র সরণি থানার পুলিসের হাতে গ্রেপ্তার এক প্রোমোটার। তাঁর হেফাজত থেকে উদ্ধার হয়েছে কিছু নথিপত্র। তা খতিয়ে দেখছে পুলিস। শনিবার ধৃতকে ব্যাঙ্কশালের ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখানে পুলিস ধৃতের জামিনে আপত্তি জানায়। ধৃতের তরফে বলা হয়, ইতিমধ্যেই ওই টাকার একটা বড় অংশ অভিযোগকারীকে ফেরত দেওয়া হয়ে গিয়েছে। বাকি টাকাও দিয়ে দেওয়া হবে। এ নিয়ে দু’তরফে আলোচনাও হয়েছে। তাই এ ক্ষেত্রে প্রতারণার প্রশ্ন ওঠা উচিত নয়। উত্তরে পুলিসের পক্ষ থেকে বলা হয়, চুক্তি অনু্যায়ী কথার খেলাপই হল প্রতারণার শামিল। আর সেই কারণেই অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। উভয়পক্ষের বক্তব্য শোনার পর বিচারক মামলার কেস‑ডায়েরি খতিয়ে দেখে ধৃত প্রোমোটারের জামিনের আর্জি মঞ্জুর করেন। বিচারক তাঁকে দু’হাজার টাকার বন্ডে জামিন দেন বলে আদালত সূত্রে খবর।
8h 8m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা