কলকাতা

মাইক্রো ফিন্যান্স সংস্থায় টাকা রেখে প্রতারিত কয়েক হাজার গ্রাহক

সংবাদদাতা, বনগাঁ: মাইক্রো ফিন্যান্স কোম্পানিতে টাকা রেখে প্রতারিত কয়েক হাজার গ্রাহক। টাকা ফেরতের আশায় থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত গ্রাহকরা। ঘটনাটি ঘটেছে, উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরে। জানা গিয়েছে, এলাকায় একটি মাইক্রো ফিন্যান্স সংস্থা খুলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলেছিলেন সংস্থার প্রতিনিধিরা। চড়া হারে সুদ দেওয়ার প্রলোভনও দেখিয়েছিলেন তাঁরা। ফলে এলাকার কয়েক হাজার গ্রাহক ওই সংস্থায় টাকা রেখেছিলেন। কিন্তু একমাস আগে ওই মাইক্রো ফিন্যান্স সংস্থার অফিস হঠাৎ বন্ধ হয়ে যায়। গ্রাহকরা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। শুক্রবার গোপলনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বেশ কয়েকজন গ্রাহক। অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিস। জানা গিয়েছে, রোজ গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করতেন সংস্থার প্রতিনিধিরা। গ্রামের বহু মানুষ দ্রুত বেশি লাভের আশায় এই সংস্থায় টাকা রেখেছিলেন। একমাস আগে তাঁরা দেখেন, সংস্থার অফিসে তালা ঝুলছে। এরপর স্থানীয় জন প্রতিনিধিদের কাছে যান অনেক গ্রাহক। তাঁদেরকে প্রশাসনের কাছে যাওয়ার কথা বলেন জন প্রতিনিধিরা। এ বিষয়ে আকাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মনোজকুমার দেওয়ান বলেন, এলাকায় গ্রাহকরা আমাদের কাছে এসেছিলেন। আমরা তাঁদের পুলিসের কাছে যেতে বলেছি। এলাকার কয়েক হাজার মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছে ওই সংস্থা। পুলিস বিষয়টি সঠিকভাবে তদন্ত করুক। আমরা চাই সাধারণ মানুষ টাকা ফেরত পাক। 
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা