দেশ

লোকসভা ভোটের সাফল্য অতীত, মাত্র ছ’মাসেই ধরাশায়ী শারদ পাওয়ার

মুম্বই ও নয়াদিল্লি: তিনি ভারতীয় রাজনীতির ‘পিতামহ ভীষ্ম’। প্রায় ছ’দশকের কেরিয়ার। চারবারের মুখ্যমন্ত্রী। কেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানোর অভিজ্ঞতা। রাজনীতির অলিন্দে প্রচলিত বিশ্বাস, দল ভাঙা-গড়া ও জোট গঠনের কৌশলে তাঁর থেকে ধুরন্ধর আর কেউ নেই। মহারাষ্ট্র ভোটের ঠিক আগে ৮৩ বছরের শারদ পাওয়ার দুম করেই সক্রিয় রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সহানুভূতির পালে হাওয়া টানার সেই কৌশল কাজে দিল না। ভাইপো অজিত পাওয়ারের সঙ্গে দ্বন্দ্বে ‘ঘড়ি’ আগেই হাতছাড়া হয়েছিল। এবার সঙ্গ দিল না সময়ও। মাত্র ছ’মাস আগে লোকসভা ভোটের নজরকাড়া ফল এখন অতীত। বিধানসভা ভোটে মহারাষ্ট্রের বড় দলগুলির মধ্যে সবচেয়ে খারাপ ফল করল এনসিপির শারদ পাওয়ারের নেতৃত্বাধীন গোষ্ঠী। কাকার শিবিরের থেকে তিনগুণ বেশি আসন পেয়ে বাজিমাত করলেন অজিত ‘দাদা’ পাওয়ার। বিধানসভা ভোটের এই ফল দেখিয়ে দিল, প্রকৃত এনসিপির রাশ এখন তাঁর হাতেই। খাসতালুক বারামতী আসনের ‘ফ্যামিলি ব্যাটলে’ও জয়ী হলেন অনায়াসে।
জোট রাজনীতির সমীকরণ মেনে মহারাষ্ট্রের ২৮৮টি আসনের মধ্যে এমভিএ শিবিরের শরিক হিসেবে ৮৭টিতে লড়েছিল শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপি। তার মধ্যে জুটেছে মাত্র ১৩টি। অর্থাৎ স্ট্রাইক রেট মেরেকেটে ১৫ শতাংশ। নির্বাচনী রাজনীতিতে ‘মারাঠা স্ট্রংম্যানে’র এত খারাপ ফল আগে কখনও হয়নি। উল্লেখযোগ্য বিষয় হল, মাত্র ছ’মাস আগেই লোকসভা ভোটে এনসিপির শারদ পাওয়ার গোষ্ঠীর স্ট্রাইক রেট ছিল ৮০ শতাংশ। কিন্তু বিধানসভা ভোটে পুরোপুরি উল্টো চিত্র। কাকার ১৩ আসনের উল্টো দিকে ভাইপোর ৩৯টি। অজিতের শিবির যেভাবে তিনগুণ বেশি বিধানসভা আসনে জয়ী হল, প্রবীণ শারদের কাছে সেটা আরও বড় ধাক্কা।
শুধু সামগ্রিক ফলের বিচারে নয়, শারদ পাওয়ার ধাক্কা খেয়েছেন পারিবারিক খাসতালুক বারামতীতেও। এই বিধানসভা আসনেই প্রার্থী হয়েছিলেন অজিত পাওয়ার। তাঁর বিরুদ্ধে শারদ গোষ্ঠী প্রার্থী করেছিল অজিতের ভাইপো যুগেন্দ্র পাওয়ারকে। সেই লড়াইয়েও বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন অজিত। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এই বারামতী থেকেই বিধানসভা ও লোকসভা মিলিয়ে মোট ১৪ বার জয়ী হয়েছিলেন শারদ পাওয়ার। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। বিধানসভা ভোটের ঠিক আগে বারামতীর মাটিতে দাঁড়িয়েই শারদ অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, ‘আমি এখন আর ক্ষমতায় নেই। রাজসভার সদস্য হিসেবেও আর দেড় বছর পর মেয়াদ শেষ হবে। আর নির্বাচনে লড়ব না। কোথাও তো থামতে হবে!’ ভবিষ্যৎ কি সত্যিই পড়ে ফেলেছিলেন দূরদর্শী শারদ? 
8h 8m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে। ক্রীড়াবিদদের সাফল্য লাভের সম্ভাবনা। পারিবারিক ক্ষেত্রটি মোটামুটি থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা