কলকাতা

যথেচ্ছ অনলাইন অর্ডার করলেই ‘টার্গেট’! ভুয়ো পার্সেল গছিয়ে প্রতারণার নতুন ট্রেন্ড

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাতে সারাক্ষণ স্মার্টফোন। তাতে রয়েছে একাধিক শপিং অ্যাপ। সামান্য লিপস্টিক হোক বা টি-শার্ট, যে কোনও পণ্যের জন্য ফোনে আঙুল বুলিয়ে ‘অর্ডার’ দেওয়া যেন এই প্রজন্মের রীতি হয়ে দাঁড়িয়েছে। অনলাইন কেনাকাটায় এই সক্রিয়তা ও উৎসাহ প্রতারকদের নজর এড়ায় না। সেই সূত্রেই তারা ‘টার্গেট’ করছে সেরকম লোকজনকে, যাঁরা সারাক্ষণ অনলাইনে কিছু না কিছু অর্ডার করে চলেছেন। প্রতারণার জাল বিছিয়ে কখনও ২০০, কখনও ৫০০ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বিশেষ কৌশলে। দক্ষিণ কলকাতার কয়েকটি থানায় এমন অভিযোগ এসেছে পুলিসের কাছে। তাদের বার্তা, কাউকে টাকা দেওয়ার আগে যাচাই করে নেবেন। ২০০ হোক বা ২ লক্ষ, সন্দেহ হলেই পুলিসে খবর দিন। 
কীভাবে কাজ চালাচ্ছে এই চক্র? কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার একটি থানায় এক তরুণী এসে হাজির হন। হাতে একটি বাক্স। তার মধ্যে ছেঁড়া একটি ওড়না। তরুণী জানান, বন্ধুর সঙ্গে একটি বাড়িতে পেয়িং গেস্ট থাকেন তিনি। হঠাত্ বাড়িতে ক্যুরিয়র বয় আসে। তখন তিনি বাড়িতে ছিলেন না। রুমমেট ফোন করে তাঁকে বলেন, ‘তোর নামে পার্সেল এসেছে। ২০০ টাকা চাইছে।’ তরুণী বলেন, ‘ঠিক আছে। তুই নিয়ে নে। আমি গিয়ে টাকা দিয়ে দেব।’ বাড়ি এসে সেই পার্সেল খুলে দেখা যায়, তার মধ্যে রয়েছে একটি ছেঁড়া ওড়না। তরুণী কি সত্যিই অর্ডার করেছিলেন কিছু? জানা যায়, একসঙ্গে প্রায় ১০ থেকে ১৫টি অর্ডার করা ছিল তাঁর। ফলে কোন ‘অর্ডার’-এর পণ্য  কখন আসছে, মাথায় রাখতে পারেননি। তার ফাঁকেই চলে গেল ২০০ টাকার গচ্চা! এরকমই অভিযোগ এসেছে দক্ষিণ কলকাতার আরও একটি থানায়। সেক্ষেত্রে পার্সেল খুলে মিলেছে ছেঁড়া জুতো! বাক্স হস্তান্তর করে ওই তরুণীর কাছ থেকে নেওয়া হয়েছিল ৫০০ টাকা। এমনকী, এভাবে একজনের পার্সেল থেকে থান ইটও মিলেছে। 
ঘটনাগুলি বিশ্লেষণ করে পুলিসের ধারণা, অল্প সময়ের মধ্যে যাঁরা অনেক ‘অর্ডার’ করছেন, সেরকম লোকজনকেই ফাঁদে ফেলতে চাইছে এই চক্র। এই ধরেনর জালিয়াতিতে অর্থের পরিমাণ কম হলেও দিন দিন বাড়ছে এমন ঘটনা। পুলিস মনে করছে, এর পিছনে সংগঠিত গ্যাং রয়েছে। তথ্য পাচার হচ্ছে কোথা থেকে, বাড়ির ঠিকানাই বা কোথায় পাচ্ছে প্রতারকরা—এরকম নানা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিস। সেই সঙ্গে সাধারণ মানুষের উদ্দেশে তাদের বার্তা, যে কোনও অচেনা ব্যক্তিকে টাকা দেওয়ার আগে যাচাই করে নিতে ভুলবেন না।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা