দেশ

প্রচারে গেলে হারতে হতো, ভাইপোকে খোঁচা অজিতের
 

কারাদ: মহারাষ্ট্রের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে বিরোধী জোটের। শোচনীয় ফল হয়েছে শারদ পাওয়ারের দলের। অন্যদিকে, বিজেপির জোটসঙ্গী অজিত পাওয়ারের এনসিপি তাক লাগিয়ে দিয়েছে। লোকসভা ভোটের ধাক্কা সামলে কাকা শারদের দল এনসিপি (এসপি)কে টেক্কা দিয়েছেন অজিত। শারদ শিবিরের যে ক’জন প্রার্থী জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন রোহিত পাওয়ার। শারদের নাতি কারজাট-জামখেদ আসনে কানঘেঁষে জয় পেয়েছেন। বিজেপি প্রার্থী হেরেছেন মাত্র ১২৪৩ ভোটে। তা নিয়ে রোহিতকে খোঁচা দিতে ছাড়লেন অজিত। সম্পর্কে রোহিত অজিতের ভাইপো। উপ মুখ্যমন্ত্রীর দাবি, তিনি ওই আসনে প্রচারে গেলে ভাইপোর জেতা কঠিন হয়ে যেত। 
সোমবার মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্তরাও চবনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রোহিত। সেখানে গিয়েছিলেন অজিতও। কাকাকে দেখে পা ছুঁয়ে প্রণাম করেন রোহিত। কাকা অবশ্য ভাইপোকে মনে করিয়ে দিলেন যৎসামান্য ব্যবধানে জয়ের কথা। অজিত বললেন, ‘আমি বারামতী নিয়ে ব্যস্ত ছিলাম। একবার ভেবে দেখ, আমি তোমার আসনে প্রচারে গেলে ফল কী হতে পারত?’ এবারও বারামতী থেকে জয় পেয়েছেন অজিত। তিনি হারিয়ে দিয়েছেন অপর এক ভাইপো তথা এনসিপি (শারদ গোষ্ঠী) প্রার্থী যুগেন্দ্র পাওয়ারকে। লক্ষাধিক ভোটে জিতেছেন অজিত।  
যুগেন্দ্রকে তাঁর আসনে প্রার্থী করায় কাকা শারদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন অজিত। শারদের এই সিদ্ধান্ত বড় ভুল ছিল বলেও দাবি করেন তিনি।  
মহারাষ্ট্রের প্রথম মুখ্যমন্ত্রী যশবন্তরাও চ্যবনের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন অজিত পাওয়ারের। -পিটিআই 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা