দেশ

দাবিহীন ইপিএফ অ্যাকাউন্টে সাড়ে ৮,০০০ কোটি

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রের প্রথম মোদি জমানা শেষে দ্বিতীয় ইনিংস শুরুর সময় থেকেই দেশে লক্ষ্যণীয়ভাবে বৃদ্ধি পেয়েছে দাবিদারহীন ইপিএফ অ্যাকাউন্টের সংখ্যা। ২০১৮-১৯ অর্থবর্ষে যে সংখ্যা ছিল ৬ লক্ষ ৯১ হাজার, ২০২৩-২৪ আর্থিক বছরে তা বেড়ে সাড়ে ২১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ফলে দাবিদারহীন অবস্থায় পড়ে রয়েছে কোটি কোটি টাকা। সোমবার সংসদে এই কথা জানিয়েছে শ্রমমন্ত্রক।
এদিন লোকসভায় লিখিত প্রশ্ন করেন কংগ্রেস এমপি মনীশ তিওয়ারি এবং মিম সাংসদ আসাদউদ্দিন ওয়েসি। তাঁদের প্রশ্নের জবাবে এগুলিকে ‘দাবিহীন’ না বলে, নিষ্ক্রিয় বা ইন-অপারেটিভ অ্যাকাউন্ট বলে উল্লেখ করেন কেন্দ্রীয় শ্রম রাষ্ট্রমন্ত্রী শোভা করন্দলাজে। যদিও বিশেষজ্ঞ মহলের মতে, দু’টি বিষয়ই আদতে একই। লিখিত জবাব থেকে জানা যাচ্ছে, ২০১৮-১৯ অর্থবর্ষে মোট ৬ লক্ষ ৯১ হাজার ৭৭৪টি দাবিহীন অ্যাকাউন্ট ছিল। ২০১৯-২০, ২০২০-২১ এবং ২০২১-২২ আর্থিক বছরে ইপিএফের এমন দাবিহীন অ্যাকাউন্টের সংখ্যা যথাক্রমে ৯ লক্ষ ৭৭ হাজার ৭৬৩, ১১ লক্ষ ৭২ হাজার ৯২৩ এবং ১৩ লক্ষ ৪১ হাজার ৮৪৮টি। ২০২২-২৩ অর্থবর্ষে এই সংখ্যাটি দাঁড়িয়েছে ১৭ লক্ষ ৪৪ হাজার ৫১৮টি। এবং ২০২৩-২৪ আর্থিক বছরে ইপিএফের দাবিহীন অ্যাকাউন্টের সংখ্যা ২১ লক্ষ ৫৫ হাজার ৩৮৭টি। দাবিহীন টাকার পরিমাণ যেখানে ২০১৮-১৯ অর্থবর্ষে ছিল ১ হাজার ৬৩৮ কোটি টাকা। সেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে তা বেড়ে হয়েছে সাড়ে আট হাজার কোটি টাকারও বেশি।
25m 23s ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা