দেশ

মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদে টানাপোড়েন অব্যাহত, ফড়নবীশের পাশে অজিত

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রাথমিক উচ্ছ্বাস এবং জোট সৌহার্দ্যের বার্তা পর্ব সমাপ্ত। এবার প্রশ্ন কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? ইতিমধ্যেই মহাযুতি জোটের ছোট শরিক অজিত পাওয়ারের এনসিপি ইঙ্গিত দিয়েছে, মুখ্যমন্ত্রী পদে তাদের সমর্থন থাকবে বিজেপির দেবেন্দ্র ফড়নবিশের দিকেই। এমনিতে এবার ২৮৮ আসনের বিধানসভায় বিজেপি একাই পেয়েছে ১৩৩ আসন। এর সঙ্গে অজিতের দলের ৪১ জনের সমর্থন যোগ করলে হাসতে হাসতে সংখ্যাগরিষ্ঠতা হয়ে যায়। শুধু তাই নয়, বেশ কয়েকজন নির্দল সদস্যও চোখ বুঝে বিজেপিকে সমর্থন করতে প্রস্তুত। তাই বিজেপির একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়াও যে খুব কঠিন এমন নয়। এহেন পরিস্থিতিতে বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশের মুখ্যমন্ত্রীর চেয়ারে বসা নিয়ে কোনও সমস্যাই থাকার কথা নয়।
তবুও একটা টালবাহানা চলছে। কেন? জোটের আর এক শরিক একনাথ সিন্ধে পন্থী শিবসেনা সোমবারও গোঁ ধরে আছে, মুখ্যমন্ত্রী করতে হবে তাদের দলের নেতাকেই। তাঁদের যুক্তি স্পষ্ট, ভোটের আগে মুখ্যমন্ত্রী ছিলেন একনাথ। এখন জেতার পর তিনি উপ মুখ্যমন্ত্রী হবেন, সেটা মেনে নেওয়া যায় না। বিশেষ করে একনাথ উপ মুখ্যমন্ত্রী হলে উদ্ধবের কটাক্ষ শুনতেই হবে। দ্বিতীয়ত তাঁর প্রকল্পেই আস্থা রেখে নাকি মানুষ এই জোটকে ঢেলে ভোট দিয়েছে। পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর সোমবার সিদ্ধি বিনায়ক মন্দিরে পুজোও দিয়েছে তাঁর অনুগামীরা। আর্জি একটাই, তিনি যেন আবার মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন।
কিন্তু এবার বিজেপি সেটা করতে দিতে রাজি নয়। জোট নিয়ে বাধ্যবাধকতা থাকলেও, এবার যথেষ্ট আসন পেয়েছে তারা। তার উপর অজিতের সমর্থন থাকলে তো কথাই নেই। তাই বিজেপি কোনও চাপের কাছেই নত হবে না বলেই স্থির করেছে। বিজেপির মহারাষ্ট্রের নেতারা তো বটেই, কেন্দ্রীয় নেতারাও নিশ্চিত সমস্যা বিশেষ হবে না। কেন এতটা নিশ্চিত তাঁরা? আসলে একনাথের বিদ্রোহের তেমন কোনও সুযোগ নেই। কারণ তাঁর বিদ্রোহে সরকার গড়া আটকাবে না। তাহলে বিজেপি কেন একনাথকে বোঝাচ্ছে? কারণ একটাই, বিশ্বাস। অজিতের চেয়ে একনাথ বিজেপির কাছে বেশি আস্থাভাজন। ভোটের সময়ও বিজেপি নেতারা প্রকাশ্যে অজিতকে জোটে নেওয়া ভুল হয়েছে বলে মন্তব্য করেছিলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টানাপোড়েন এখন পৌঁছে দিল্লির দরবারে। সেখানে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক হবে মহাযুতি নেতাদের। তারপরই ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর নাম। যদিও অনেকটাই হাল্কা রয়েছেন দেবেন্দ্র ফড়নবিশ। মুখ্যমন্ত্রী হওয়া যেন তাঁর শুধুই সময়ের অপেক্ষা। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনেই নেবে মহাযুতির শরিকরা। তারপরই সরকারিভাবে ঘোষণা হবে মুখ্যমন্ত্রীর নাম।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা