খেলা

অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয় ভারতের

পারথ: বাস্তব কখনও কখনও হার মানায় রূপকথাকেও। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট ২৯৫ রানের বিশাল ব্যবধানে জয় তেমনই। গায়ে চিমটি কেটে বিশ্বাস করার মতোই। সব প্রতিকূলতা উড়িয়ে দিয়ে যা অবিশ্বাস্য জয়ের সৌরভে সুরভিত। যশপ্রীত বুমরাহর নেতৃত্বে ঐতিহাসিক এই জয় চুরমার করে দিল অজস্র রেকর্ড। লিখল সোনালি এক অধ্যায়। 
ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে হোয়াইটওয়াশ করেছিল নিউজিল্যান্ড। ডনের দেশে এবার না ০-৫ পরাজয়ের লজ্জা সঙ্গী হয়, আশঙ্কায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রথম টেস্টে পাওয়া যায়নি অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলকে। দল গড়তে হিমশিম খাওয়া টিম ম্যানেজমেন্ট ভারতীয় ‘এ’ দলের দেবদূত পাদিক্কালকে রেখে দেয় শিবিরে। খেলিয়েও দেয় প্রথম টেস্টে। ঘাসে ভরা পিচে অভিষেক হয় নীতীশ রেড্ডি, হর্ষিত রানার। পাদিক্কাল ও ধ্রুব জুরেলকে ধরলে এই চারজনের সম্মিলিত টেস্ট অভিজ্ঞতা মাত্র তিন। অথচ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজার মতো দুই পোড়খাওয়া ক্রিকেটারের জায়গা হয়নি এগারোতে। টস জিতে স্টার্ক, হ্যাজলউড, কামিন্সদের বিরুদ্ধে তাজা পিচে ব্যাটিংয়ের দুঃসাহসী সিদ্ধান্ত নেন বুমরাহ। এবং মাত্র দেড়শো রানে দাঁড়ি পড়ে ইনিংসে। কে ভেবেছিল এমন কোণঠাসা পরিস্থিতি থেকে শুধু ঘুরে দাঁড়াবে না ভারত, চমকপ্রদ জয়ের চিত্রনাট্যও লিখবে!
বিধ্বংসী বুমরাহই পাল্টে দেন ম্যাচের গতিপথ। তাঁর পাঁচ উইকেটের দাপটে ১০৪ রানে দাঁড়ি পড়ে অস্ট্রেলিয়ার ইনিংসে। মেলে ৪৬ রানের লিড। এরপর যশস্বী জয়সওয়ালের ১৬১ গড়ে দেয় দ্বিতীয় ইনিংসে বড় রানের ভিত। তার উপরই প্রাসাদ গড়েন বিরাট কোহলি। ৩০তম সেঞ্চুরিতে টপকে যান ব্র্যাডম্যানকেও। ৫৩৪ রানের কার্যত অসম্ভব টার্গেট তাড়া করে রবিবারই মুচড়ে গিয়েছিল অজিরা। ১২ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকছিল তারা। সোমবার, টেস্টের চতুর্থ দিনে আড়াইশোরও কমে হুড়মুড় করে ধ্বসে পড়ে প্যাট কামিন্স বাহিনী (২৩৮)। ট্রাভিস হেড, মিচেল মার্শরা লড়াইয়ের চেষ্টা করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। বুমরাহ আর সিরাজ নেন তিনটি করে উইকেট। ওয়াশিংটন সুন্দরের পকেটে আসে দুই শিকার। বাকি দুই উইকেট ভাগ করে নেন হর্ষিত ও নীতীশ।
ব্যাগি গ্রিনের মালিকদের তাঁদের দেশেই রীতিমতো কানমলা দিয়ে এল এই স্মরণীয় জয়। পারথের দুর্গ জয়ের সঙ্গে সঙ্গে সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। তার চেয়েও তাৎপর্যের হল, অস্ট্রেলিয়াকে এমন বেহাল দশায় আগে দেখা যায়নি। প্রশ্ন হল, রোহিত শর্মা ফেরার পর অ্যাডিলেডে ব্যাটিং লাইন-আপ কী হতে চলেছে। সুনীল গাভাসকর অবশ্য নেতৃত্বে পরিবর্তনের পক্ষপাতী নন একেবরেই। তাঁর সাফ কথা, ‘বুমরাহ দেখিয়েছে যে, দুর্দান্ত অধিনায়ক হয়ে ওঠার মশলা ওর মধ্যে রয়েছে। ফাস্ট বোলাররা যে ভালো ক্যাপ্টেন হয় না এই ফালতু তত্ত্বকে উড়িয়ে দিয়েছে ও।’ নেতৃত্ব যিনিই দিন, পরের টেস্টে কিন্তু গোলাপি বলের চ্যালেঞ্জ থাকছে। অতীতে দ্বিতীয় টেস্টে মুথ থুবড়ে পড়ার উদাহরণ কম নেই। তাই জয়ের উৎসবের মধ্যেও জারি থাক সতর্কতা।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা