খেলা

ক্রমশ ফিট হয়ে উঠছেন গ্রেগ স্টুয়ার্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্বস্তির খবর মোহন বাগানে। সোমবার দলের সঙ্গে পুরোদমে গা ঘামালেন গ্রেগ স্টুয়ার্ট। চেন্নাই ম্যাচে প্রথম একাদশে তাঁকে দেখা যেতেই পারে। গত ম্যাচে ঘরের মাঠে জামশেদপুরকে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে উঠে এসেছে মোলিনা ব্রিগেড। তবে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে বেঙ্গালুরু। এমন পরিস্থিতিতে শনিবার যুবভারতীতে ফের মাঠে নামবে মোহন বাগান। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। দক্ষিণ ভারতের দলটির বিরুদ্ধে জিতে শীর্ষস্থান মজবুত করাই লক্ষ্য পেত্রাতোস-মনবীরদের। তবে চোটের কারণে আশিস রাইকে এই ম্যাচেও পাবেন না সবুজ-মেরুন কোচ হোসে মোলিনা।
এদিকে, হোটেলে পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন গ্রেগ স্টুয়ার্ট। ফলে জামশেদপুরের বিরুদ্ধে তাঁকে ছাড়াই দল সাজাতে হয়েছিল কোচ মোলিনাকে। তবে স্প্যানিশ কোচকে স্বস্তি জুগিয়ে ক্রমশ ফিট হয়ে উঠছেন স্কটিশ মিডিও। জামশেদপুর ম্যাচে সুযোগ না পাওয়া ফুটবলারদের সোমবার অনুশীলন করালেন বাগান কোচ। তাঁদের সঙ্গেই দেখা যায় স্টুয়ার্টকে। গত ম্যাচে খেলা ফুটবলাররা অবশ্য এদিন রিকভারি সেশনের পরই মাঠ ছাড়লেন। মঙ্গলবারই চেন্নাই ম্যাচের মহড়া শুরু করে দেবেন ম্যাকলারেন-কামিংসরা।
মরশুমের শুরুতে মোহন বাগানের ডিফেন্স নিয়ে উঠেছিল অনেক প্রশ্ন। তবে গত কয়েক ম্যাচে দারুণ ভরসা জুগিয়েছেন টম আলড্রেড-রডরিগেজরা। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে ক্লিনশিট রাখতে সফল তাঁরা। পাশাপাশি দলের প্রয়োজনে উঠে জালও কাঁপাচ্ছেন ডিফেন্ডাররা। অন্যদিকে, কেরল ব্লাস্টার্সের কাছে তিন গোলে হেরে কলকাতায় পা রাখছে চেন্নাইয়ান এফসি। তাই শনিবার বিরাট অঘটন না ঘটলে মোহন বাগানেরই জেতার কথা।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা