খেলা

ছেলে বড় হলে রূপকথার জয়ের গল্প বলব: বুমরাহ

পারথ: দুই ইনিংস মিলিয়ে আট উইকেট। তাঁর আগুনে পেসে ধরাশায়ী ক্যাঙারু বাহিনী। স্বাভাবিকভাবেই পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দাপুটে জয়ের নায়ক বেছে নেওয়া হয়েছে তাঁকে। কিন্তু ম্যাচের সেরা পুরস্কার পেয়েও খুশি নন যশপ্রীত বুমরাহ। কারণ তিনি মনে করেন, এই পুরস্কারের যোগ্য যশস্বী জয়সওয়াল। ভারতের বাঁ হাতি ওপেনার প্রথম ইনিংসে মাঠ ছেড়েছিলেন শূন্য হাতে। তবে ভুল শুধরে দ্বিতীয় ইনিংসে তিনিই রুখে দাঁড়ান অজি পেসারদের বিরুদ্ধে। হাঁকান দুরন্ত ১৬১ রান, যা দলের বাকি ব্যাটসম্যানদের মনোবলও অনেকটাই বাড়িয়ে দেয়। রানের পাহাড়ে চড়ে বসে টিম ইন্ডিয়া। বুমরাহর কথায়, ‘এটা যশস্বীর প্রথম অস্ট্রেলিয়া সফর। প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ও সেরাটা মেলে ধরতে সফল। তাড়াহুড়ো করেনি। উইকেটে পড়ে থেকেছে। বয়স বেশি না হলেও ক্রিকেটীয় পরিপক্কতা প্রমাণিত ওর এই দায়িত্বশীল ইনিংসে। সেই কারণেই আমার চোখে ম্যাচের সেরা যশস্বীই।’
শুধু সফল পেসার হিসেবে নন, অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্বও দুর্দান্ত সামলেছেন বুমবুম। যাকে বলে, ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। ১৫০ রানের পুঁজি নিয়েও যে জেতা যায়, সেই বিশ্বাস দলের বাকিদের মনে গেঁথে দিতে সফল বুমরাহ। তিনি বলেছেন, ‘কিছু কিছু সাফল্য মনের মণিকোঠায় চিরকালীন জায়গা করে নেয়। এই জয় তেমনই। আমরা কী ভেবে নেমেছিলাম, আর কীভাবে শেষ করলাম, ঘোর কাটতে সময় লেগেছে। টিম গেমেই এই বিশেষ জয়। ক্যাপ্টেন হিসেবে প্রথম সাফল্যের স্বাদ সব সময় আলাদা। এই মুহূর্তগুলো কখনও ভোলার নয়। আমার ছেলে এখন ছোট। মাঠে থাকলেও আমার অভিব্যক্তি ওর পক্ষে বোঝা সম্ভব নয়। তবে বড় হলে ওকে এই রূপকথার জয়ের গল্প অবশ্যই শোনাব।’
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ। সেই ধাক্কা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে একতরফা জয়। এর নেপথ্যে টিম স্পিরিট বলেই মনে করছেন বুমরাহ। তিনি জানান, ‘এটা অস্বীকার করার উপায় নেই যে, আমরা প্রবল চাপ নিয়ে খেলতে নেমেছিলাম। তার উপর প্রথম ইনিংসে ১৫০ রানে অল-আউট। তবে আশ্চর্যের বিষয় এটাই, ড্রেসিং-রুমের পরিবেশ ছিল ভীষণই ইতিবাচক। প্রত্যেকেই এই পুঁজি নিয়েই পাল্টা লড়াই দিতে ছিল প্রতিজ্ঞাবদ্ধ। সেটা আমরা দেখেছি নবাগত নীতীশ রেড্ডি কিংবা হর্ষিত রানার পারফরম্যান্সে। আর বিরাট কোহলিকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এটা ওর চতুর্থ অস্ট্রেলিয়া সফর। এখানকার পিচ ও পরিবেশ সম্পর্কে ওর চেয়ে ভালো আর কারও জানার কথা নয়। এই সেঞ্চুরি ওর প্রাপ্য ছিল। বিরাট বুঝিয়ে দিল, কেন ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান।’
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা