খেলা

টিম ইন্ডিয়ার রেকর্ড

অস্ট্রেলিয়ার মাটিতে রানের ভিত্তিতে এটা ভারতের বৃহত্তম জয় (২৯৫)। ১৯৭৭ সালে মেলবোর্নে ২২২ রানে জয়কে ছাপিয়ে গেল বুমরাহদের সাফল্য।

বিদেশে রানের নিরিখে এটা ভারতের তৃতীয় বৃহত্তম টেস্ট জয়। ২০১৯ সালে নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া। ২০১৭ সালে গলে শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারায় ভারত। এই ২৯৫ রানে জয় থাকছে তার পরেই।

প্রথম ইনিংসে ১৫০ রানে শেষ হয়েছিল ভারত। ১৫০ বা তার কম রানে প্রথম ইনিংস শেষ হওয়ার পর জয়ের নিরিখে এটা দ্বিতীয় বৃহত্তম। ১৯৯১ সালে ব্রিজটাউনে অস্ট্রেলিয়াকে ৩৪৩ রানে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম ইনিংসে ক্যারিবিয়ানরা থেমেছিল মাত্র ১৪৯ রানে।

১৫০ রানের চেয়ে কমে প্রথম ইনিংস থামার পর মাত্র দু’বার টেস্ট জিতেছে ভারত। ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১০৪ রানে অল আউট হয়েছিল টিম ইন্ডিয়া। ২০২১ সালে আমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪৫ রানে শেষ হয় ভারত।

 অপ্টাস স্টেডিয়ামে এটা অস্ট্রেলিয়ার প্রথম পরাজয়। এর আগে চারটি টেস্টই জিতেছিল হোম টিম। ভারতের জয় সেই ধারা ভাঙল। তবে পাঁচটি টেস্টই জিতেছে প্রথমে ব্যাটিং করা দল।

গত ৪০ বছরে ঘরের মাঠে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম পরাজয়। ২০১২ সালে পারথেই ওয়াকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার কাছে ৩০৯ রানে হেরেছিল অজিরা। 

ভারতের বিরুদ্ধে রানের নিরিখে এটা অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম পরাজয়। ২০০৮ সালে মোহালিতে ৩২০ রানে হেরেছিল ক্যাঙারু বাহিনী।

সদ্যসমাপ্ত টেস্টে বুমরাহর বোলিং গড় অবিশ্বাস্য (৯)। তাঁর ৮টি উইকেট এসেছে মাত্র ৭২ রানে। এই নিয়ে পঞ্চমবার টেস্টে একশোর কম রান নিয়ে আট বা তার বেশি উইকেট নিলেন বুমবুম। ভারতীয় বোলারদের মধ্যে এই তালিকায় শীর্ষে অশ্বিন (৭বার)।

কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা