খেলা

ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে মরিয়া ম্যান সিটি

ম্যাঞ্চেস্টার: গত সপ্তাহেই ম্যাঞ্চেস্টার সিটি সঙ্গে আরও এক বছরের চুক্তি নবীকরণ হয়েছে কোচ পেপ গুয়ার্দিওলার। তবে তার তিনদিনের মধ্যেই কোচিং কেরিয়ারে প্রথমবারের জন্য টানা পঞ্চম ম্যাচে হারের স্বাদ পেতে হয়েছে স্প্যানিশ কোচকে। ঘরের মাঠে টটেনহ্যাম হটস্পারের কাছে ০-৪ গোলে বশ মানেন আর্লিং হালান্ডরা। স্বাভাবিকভাবেই দলের একের পর এক হতাশাজনক পারফরম্যান্সে সমর্থকরা ক্ষুব্ধ। শনিবার ম্যাচ শেষের অনেক আগেই স্টেডিয়ামে ছাড়েন সিটিজেনরা। এমন পরিস্থিতিতে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের আসরে ফেয়েনুর্ডের বিরুদ্ধে কোচ পেপের কার্যত অ্যাসিড টেস্ট।
আরও একটি ম্যাচে খারাপ ফল মানেই কোচ বদলের সুর উঠতে শুরু করবে এতিহাদ স্টেডিয়ামে। গুয়ার্দিওলা অবশ্য তা নিয়ে খুব একটা চিন্তিত নন। বরং তাঁর লক্ষ্য ছেলেদের মধ্যে জয়ের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা। পেপ জানান, ‘গত ন’বছর ধরে আমি সিটির সঙ্গে জড়িয়ে। এই প্রথম এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। দলের সকলের কাছেই এটা এক নতুন চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে প্রতিপক্ষ কতটা শক্তিশালী বা দুর্বল, তা গুরুত্ব রাখে না। আপাতত দলের মধ্যে তৈরি হওয়া গুমোট পরিস্থিতি কাটিয়ে তোলাই আমার লক্ষ্য। তা একমাত্র জয়ের মধ্যে দিয়েই সম্ভব।’
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে জয়ে ফিরতে মরিয়া বার্সেলোনা। লা লিগায় শেষ দু’টি ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে হান্স ফ্লিকের ছেলেরা। রিয়াল সোসিদাদের কাছে হারের পর সেলতা ভিগোর বিরুদ্ধে ড্র করেন লিওয়ানডস্কিরা। মঙ্গলবার ইউরোপ সেরার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ ব্রেস্ট। চার ম্যাচে তিনটি জয়ে টুর্নামেন্টের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে রয়েছে বার্সা। ঘরের মাঠে বড় ব্যবধানে জয় তুলে নেওয়াই লক্ষ্য তাদের। তবে চোটের কারণে এই ম্যাচেও অনিশ্চিত লামিনে ইয়ামাল।
মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নামছে বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পিএসজি। ইউরোপ সেরার লড়াইয়ে বার্সার কাছে চার গোলে হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ায় ভিনসেন্ট কোম্পানির ছেলেরা। সব টুর্নামেন্ট মিলিয়ে শেষ ছ’টি ম্যাচে জয় পেয়েছেন তাঁরা। মঙ্গলবার প্যারিসের ক্লাবটির বিরুদ্ধে সেই ছন্দ ধরে রাখাই লক্ষ্য বায়ার্নের। পক্ষান্তরে, আতলেতিকো মাদ্রিদের বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে মঙ্গলবার জয়ের পথে ফিরতে চায় পিএসজি। দিনের অপর ম্যাচে ইন্তার মিলানের প্রতিপক্ষ লিপজিগ। আর অ্যাওয়ে ম্যাচে স্পোর্টিং লিসবনের বিরুদ্ধে লড়াইয়ে নামবে আর্সেনাল।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা