খেলা

আট উইকেটে জয়ী বাংলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের ধারাবাহিকতা বজায় রাখল বাংলা। প্রথম ম্যাচে পাঞ্জাবকে হারানোর পর সোমবার হায়দরাবাদকে আট উইকেটে উড়িয়ে দিলেন সুদীপ ঘরামিরা। ব্যাটে-বলে দুরন্ত সফল করণ লাল। রাজকোটে এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলা। দুরন্ত মহম্মদ সামির দাপটে শুরুতেই চাপে পড়ে প্রতিপক্ষ। তবে অধিনায়ক তিলক ভার্মা (৫৭) ও বুধাই রাহুলের ব্যাটে ভর করে ১৩৭ রান তোলে হায়দরবাদ। সামির শিকার তিনটি। এছাড়াও করণ ও শাহবাজ জোড়া উইকেট নিলেন। জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট খুইয়েই জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। দলের  হয়ে সর্বাধিক ৪৬ রান করেন করণ। অপর ওপেনার অভিষেক পোড়েলের সংগ্রহ ৪১। ১৭.৫ ওভারেই জয় নিশ্চিত করেন সুদীপ (২৩) ও শাহবাজ (২০)। বুধবার বাংলার প্রতিপক্ষ মিজোরাম। 
অন্য ম্যাচে ব্যাটে-বলে নজর কাড়লেন মধ্যপ্রদেশের বেঙ্কটেশ আয়ার। আইপিএলের নিলামে ২৩.৭৫ কোটি টাকায় কলকাতা নাইট রাইডার্সে আসা এই অলরাউন্ডার মেঘালয়ের বিরুদ্ধে প্রথমে ১৭ বলে করেন ৩৭। তারপর নেন একটি উইকেট। মধ্যপ্রদেশের ১০১ রানে জয়ে ভূমিকা থাকল রজত পাতিদারেরও (৭৮)। 
অরুণাচল প্রদেশের বিরুদ্ধে হরিয়ানার ১৭৫ রানে জয়ে আবার অবদান রাখলেন পেসার হার্শল প্যাটেল (৫-১২) ও লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল (১-১৫)। উল্লেখ্য, নিলামে ১৮ কোটি টাকায় পাঞ্জাবে এসেছেন চাহাল। আর হায়দরাবাদ ৮ কোটিতে নিয়েছে হার্শলকে।
বরোদার হয়ে আবার জ্বলে উঠলেন পান্ডিয়া ভাইরা। উত্তরাখণ্ডের বিরুদ্ধে ১৬৬ রানের টার্গেটে তাঁদের জন্যই ৫ উইকেট হারিয়ে পৌঁছল বরোদা। হার্দিক এক উইকেটের পাশাপাশি ৪১ রানে অপরাজিত থাকেন। অন্যদিকে, এদিনই ৫.৭৫ কোটি টাকায় বেঙ্গালুরুতে যাওয়া ক্রণাল করেন ৪৫। 
কেকেআরের রিঙ্কু সিং আবার ঝড় তুললেন উত্তরপ্রদেশের হয়ে। হিমাচল প্রদেশের বিরুদ্ধে তাঁর ২৪ বলে ৪৫ রানই সাত উইকেটে জয় আনল। চারটি চারের সঙ্গে তিনটি ছক্কাও হাঁকান রিঙ্কু।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্ম, বিদ্যা ক্ষেত্রে উন্নতির যোগ। আয় ব্যয় ক্ষেত্রে সমতার অভাব। স্বাস্থ্য ভালো থাকলেও আঘাতযোগ থাকায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৩ টাকা৮৫.২৭ টাকা
পাউন্ড১০৪.৪৮ টাকা১০৮.২০ টাকা
ইউরো৮৬.৮২ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা