খেলা

এভাবেও ফিরে আসা যায়! পারথে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে ইতিহাস ভারতের

পারথ, ২৫ নভেম্বর:  প্রথম ইনিংসে মাত্র ১৫০ রানে অলআউট। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে দাঁড়িয়ে ভারত যে ঘুরে দাঁড়াতে পারবে, এতটা দাবি বোধহয় অতিবড় কোনও ভারতীয় ক্রিকেট সমর্থকও করতেন না। কিন্তু, সেই অবিশ্বাস্য কাণ্ডই করে দেখাল বুমরাহ-বিরাট ব্রিগেড। নিজেদের ঘরের মাঠে অস্ট্রেলিয়া হারল ২৯৫ রানে। তাও আবার ম্যাচের দেড়দিন বাকি থাকতেই। সাম্প্রতিক অতীত তো ছাড়, গত কয়েক দশকে এমন লজ্জার দিন কখনই দেখতে হয়নি ক্যাঙারু বাহিনীকে।
ব্যাটিং ও বোলিং-দুইয়ের পুঁজিতেই জয় এল ভারতের। তবে এই অবিশ্বাস্য কাণ্ড ঘটাতে ভারতীয় বোলিংয়ের পেস ব্যাটারি যে অতিরিক্ত অক্সিজেন জুগিয়েছে তাতে কোনও সন্দেহ নেই। রোহিত শর্মার স্থলাভিষিক্ত হয়ে বুমরাহ যে জাদু দেখিয়েছেন, তাতে মুগ্ধ গোটা বিশ্বের ক্রিকেটপ্রেমীরা। দুই ইনিংস মিলে অধিনায়কের ঝুলিতে এসেছে ৮টি উইকেট। অন্যদিকে সিরাজ তুলে নিয়েছেন ৫টি উইকেট। এছাড়াও, হর্ষিত ও নীতিশরাও পেয়েছেন যথাক্রমে ৪টি ও ১টি উইকেট। সব মিলিয়ে ভারতীয় পেসারদের ঝুলিতে গিয়েছে মোট ১৮টি উইকেট।
অন্যদিকে, ব্যাট হাতে ভারসাম্য দেখিয়েছেন জয়সওয়াল, কেএল রাহুল ও বিরাট কোহলি। প্রথম ইনিংসে কোনও ভারতীয় ব্যাটার বড় রান তুলতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ১৬১ রান করে কীর্তি গড়েন জয়সওয়াল। কোহলির ব্যাট থেকে আসে অপরাজিত ১০০ রানের ইনিংস। অন্যদিকে, কেএল রাহুল করেন ৭৭ রান। মূলত এই তিন ব্যাটারের ব্যাটে ভর করেই দ্বিতীয় ইনিংসে রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। যার তলায় এদিন কার্যত চাপা পড়ে গেল অজিরা।
ভারতীয় পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি কোনও অজি ব্যাটার। প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করে মাত্র ১০৪। ফলে ৪৬ রানের লিড ও দ্বিতীয় ইনিংসে করা ৪৮৭ রান নিয়ে অজিদেরকে ৫৩৪ রানের টার্গেট দিয়েছিল ভারত। যার বিপক্ষে মাত্র ২৩৮ রানেই গুটিয়ে যায় স্টিভ স্মিথদের দ্বিতীয় ইনিংস। ফলে ২৯৫ রানের ঐতিহাসিক জয় পায় ভারতীয় দল। ম্যাচের সেরা হয়েছেন বুমরাহ।
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা