কলকাতা

কমছে শহরের তাপমাত্রা, কবে থেকে কামড় বসাবে কনকনে ঠান্ডা?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় পারদ নামল আরও একধাপ। এতদিন ১৮ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল তাপমাত্রা। কিন্তু রবিবার ১৭.৬ ডিগ্রিতে নেমেছিল পারা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সোমবার এই তাপমাত্রা আরও নীচে নামতে পারে। ১৭ ডিগ্রি বা তার আশেপাশে থাকতে পারে সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা। অন্যদিকে, সর্বোচ্চ তাপমাত্রা থাকতে চলেছে ২৭ ডিগ্রির আশেপাশে।
গতকাল রবিবার, কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ২৬.৯ ডিগ্রি ও ১৭.৬ ডিগ্রি। এক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় ২.৩ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.৭ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় কলকাতায় কোনও বৃষ্টিপাত হয়নি। সোমবারও শহরে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।
তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত জোরদার শীত পড়ার সম্ভাবনা ক্ষীণ। হাওয়া অফিসের বক্তব্য মোতাবেক, ঠান্ডার দাপট বাড়বে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে। তার আগে পর্যন্ত, অর্থাৎ আরও প্রায় তিন সপ্তাহ শহরের তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৬-১৮ ডিগ্রির মধ্যেই। যদিও ইতিমধ্যেই পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় পারা নেমে এসেছে ১৪ ডিগ্রির আশেপাশে। ডিসেম্বরের পরে যে এই জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ১০-এর কাছাকাছি পৌঁছে যাবে তা বলাই বাহুল্য।
6h 6m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা