কলকাতা

পাপ্পু গ্যাংয়ের সদস্য পালিয়ে দুবাইয়ে,  সুশান্ত কাণ্ডে নয়া তথ্য তদন্তকারীদের হাতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুশান্ত ঘোষের উপর হামলার ঘটনায় ‘কো-অর্ডিনেটর’ হিসেবে কাজ করা বিহারের এক গ্যাংস্টার ঘটনার পরই দুবাই পালিয়েছে। নাম পাল্টে সে বিদেশে গিয়ে সেখানে থাকা আর এক মাফিয়া পাপ্পু সিংয়ের কাছে আশ্রয় নিয়েছে বলে জানতে পারছেন তদন্তকারীরা। তার সঙ্গে ধৃত দুষ্কৃতী মহম্মদ ফুলবাবুর যোগাযোগ মিলেছে বলে জানা গিয়েছে। কিন্তু কীভাবে সে পালাল, তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
কয়েকদিন আগে বিহারের সমস্তিপুর থেকে গ্রেপ্তার হয় ফুলবাবু। তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন, তার সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে পাপ্পু চৌধুরীর গ্যাংয়ের সদস্য আদিলের। আফরোজ ওরফে গুলজারের কাছে দুষ্কৃতী ভাড়া করার অর্ডার পাওয়ার পর সে আদিল নামে একজনের সঙ্গে যোগাযোগ করে। ফুলবাবু অফিসারদের জানিয়েছে, বিহারে থাকার সময় সে অপরাধ জগতের বড় মাথা বা তার ডানহাতদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিল। সে নিজেও বিভিন্ন গ্যাংয়ের হয়ে ভাড়া খাটতে গিয়েছে। পরে আনন্দপুর এলাকার গুলশন কলোনিতে পালিয়ে এসে থাকতে শুরু করলেও বিহারের অপরাধীদের সঙ্গে তার যোগাযোগ বিছিন্ন হয়নি। পাপ্পু চৌধুরীর ডান হাত বলে পরিচিত আদিল নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় ও ওঠাবসা ছিল। বিহারে একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত সে। ধরা পড়লেও এখন সে জামিনে রয়েছে। এই অভিযুক্ত দু’হাতে আগ্নেয়াস্ত্র চালাতে দক্ষ। সে নিজে বিহারের পাপ্পু গ্যাংয়ের শার্প শ্যুটারদের প্রশিক্ষণ দেয়। তবে ওই যুবকের আসল নাম আদিল কি না, তা নিয়ে তদন্তকারীদের সন্দেহ রয়েছে। ফুলবাবু এই নাম বললেও তার আসল পরিচয় জানার চেষ্টা চলছে।
তদন্তে উঠে আসছে, আফরোজের কথায় রাজি হওয়ার পর আদিল গোটা বিষয়টি কো-অর্ডিনেট করে। ‘বসকে’ গোটা বিষয়টি জানায় ওই অভিযুক্ত। টিমের শার্প শ্যুটারদের মধ্যে কে কলকাতায় যাবে, তা ঠিক করে আদিল। সেইমতো তিনজনকে বাছাই করে ফুলবাবুর কাছে পাঠায় সে। এরপর ফুলবাবু তাদের কলকাতায় নিয়ে আসে। এমনকী সুশান্তকে নিকেশ করতে যে আগ্নেয়াস্ত্র আনা হয়েছিল, ওই অভিযুক্ত তিন শার্প শ্যুটারকে সেটা দিয়েছিল। ঠিক হয় কাজ শেষ হওয়ার পর ফুলবাবুর মাধ্যমে সুপারির টাকা যাবে আদিলের কাছে। সে টাকা পৌঁছে দেবে গ্যাংয়ের মাথাকে। 
কিন্তু অভিযুক্ত এই যুবক কোথায়, তার খোঁজ করতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, ঘটনা জানাজানি হতেই সে বিহার ছাড়ে। সেখান থেকে দিল্লি পৌঁছয়। তার নামে কোনও লুক আউট সার্কুলার না থাকায় সহজেই বিমানবন্দর দিয়ে দুবাইতে চলে গিয়েছে। তার দুবাইতে আগে থেকে যাতায়াত ছিল। যে কারণে ওই জায়গা তার চেনা। আর সেখানে আর এক পাপ্পু লুকিয়ে রয়েছে। তদন্তকারীদের সন্দেহ তার সঙ্গে আদিলের পুরনো যোগাযোগ রয়েছে। তাই তার কাছে সে আশ্রয় নিয়েছে বলে মনে করা হচ্ছে। অভিযুক্তের পাসপোর্ট নম্বর সহ বিভিন্ন নথি জোগাড় করা হয়েছে। তার ভিত্তিতে প্রয়োজনে রেড কর্নার নোটিস জারি করা হতে পারে বলে খবর।  ফাইল চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা