কলকাতা

ঘন কুয়াশায় দিগভ্রষ্ট ভেসেল? হদিশ দেবে ‘ফ্লেয়ার’ 

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: যুদ্ধ জয় করলে কিংবা কোনও মিশন পূরণ হলে বা বিপদে পড়লে ‘ফ্লেয়ার’ জ্বালানোর চল আছে বিশ্বজুড়েই। পর্বতারোহীরা কিংবা সমুদ্র অভিযাত্রীরা বিপদে পড়লেও ফ্লেয়ার জ্বালিয়ে উদ্ধারের সঙ্কেত দিয়ে থাকেন। এবার ফ্লেয়ার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনও। ফ্লেয়ার হল একধরনের ধোঁয়া উদ্গীরণ যন্ত্র। তা চালু করলে গলগল করে ধোঁয়া বেরয়। সে ধোঁয়ার ঘনত্ব রীতিমতো বেশি। প্রায় দু-আড়াই কিলোমিটার দূর থেকে তা নজরে আসে। ধোঁয়া হয় রঙিন। বাংলায় অনেকে হাত মশাল বলে ডাকে ফ্লেয়ারকে।
গঙ্গাসাগর মেলার সময় প্রচুর ভেসেল যাতায়াত করে। তার মধ্যে কুয়াশায় কিছু হারিয়েও যায়। এবার হারিয়ে যাওয়া ভেসেল উদ্ধার করতে ফ্লেয়ার্স বা হ্যান্ড মশাল ব্যবহারের পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। অতিরিক্ত কুয়াশায় মুড়িগঙ্গা নদীতে গত দু’বছর ধরে ভেসেল দিকভ্রষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে। সেগুলি খুঁজে পেতে কালঘাম ছুটে গিয়েছিল প্রশাসনের। এবার সে পরিস্থিতি তৈরি হলে খোয়া যাওয়া ভেসেলের লোকজন যাতে ফ্লেয়ার্স জ্বালিয়ে নিজেদের অবস্থান জানাতে পারে তার ব্যবস্থা করছে প্রশাসন। ফ্লেয়ারের ধোঁয়া অনুসরণ করে উদ্ধারকারী দল সহজেই পৌঁছে গিয়ে উদ্ধার করতে পারবে নিখোঁজ ভেসেল।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে ৫০টি ফ্লেয়ার্স কেনা হবে। প্রতিটি জলযানে একটি করে তা দেওয়া থাকবে। ব্যবহারের নিয়মবিধি জানাতে একটি ভিডিও তৈরি করে তা দেওয়া হবে চালকদের। কিছু হ্যান্ড মশাল রিজার্ভে রাখাও থাকবে। জেলার এক আধিকারিক বলেন, ফ্লেয়ার্সের বৈশিষ্ট্য, জ্বালাতে আগুনের প্রয়োজন পড়ে না। ফ্লেয়ারের মাথায় একটি ফিউজ রয়েছে। ঢাকনা খুলে সেটি ঘুরিয়ে খুলে দিলে স্পার্ক (স্ফূলিঙ্গ) হয়। তারপর বেরতে থাকে গলগল করে ধোঁয়া। তিন থেকে চার মিনিট ধরে ধোঁয়া বেরতেই থাকে দু-আড়াই কিলোমিটার দূর থেকেও তা চোখে পড়ে সবার। ধোঁয়া দেখে ভেসেলের অবস্থান চিহ্নিত করতে এবার সুবিধা হবে।
এর পাশাপাশি, ভেসেল চালকদের ওয়াকিটকি দেওয়ার ভাবনাচিন্তাও করছে প্রশাসন। তাহলে কন্ট্রোল রুম থেকে নিয়মিত যোগাযোগ রাখতে সুবিধা হবে। অসুবিধার কোনও খবর বা বিপত্তি ঘটলে ভেসেল চালকরা ওয়াকিটকির মাধ্যমে কন্ট্রোল রুমকে খবর দিতে পারবেন। প্রসঙ্গত কুয়াশা মোকাবিলায় একাধিক বিদ্যুতের টাওয়ারে যে ক্ষমতাসম্পন্ন আলো বসানো হয়েছিল এবার তার থেকেও বেশি ক্ষমতাসম্পন্ন আলো বসানোর পরিকল্পনা চলছে। বিদ্যুৎবণ্টন সংস্থাকে এ নিয়ে খোঁজ নিতে অনুরোধ করা হয়েছে।
-নিজস্ব চিত্র
4h 4m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা