কলকাতা

হাবড়ায় কালীমূর্তির সামনে তোয়ালে জড়ানো অবস্থায় উদ্ধার সদ্যোজাত

নিজস্ব প্রতিনিধি, বারাসত: সন্তানকে ফেলে রেখে দেওয়া হল মন্দিরে কালী মূর্তির সামনে। রবিবার সকালে তোয়ালে জড়ানো অবস্থায় ওই শিশুর আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা হতবাক হয়ে যান প্রথমে। মুহূর্তের মধ্যে গোটা বিষয়টি চাউড় হয়ে যায়। পুলিস সদ্যোজাতকে উদ্ধার করে নিয়ে যায়। চাঞ্চল্যকর ঘটনাটি হাবড়া থানার অন্তর্গত কুমড়া-কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বনবিবিতলা এলাকার। জানা গিয়েছে, হাবড়ার ওই এলাকায় রয়েছে একটি কালীমন্দির। রোজই বহু মানুষ এখানে পুজো দেন। প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় মন্দির বন্ধ হয়ে যায়। এরপর রবিবার কাকভোরে এলাকার মানুষ এক শিশুর আর্তনাদ শুনতে পান মন্দির থেকে। তড়িঘড়ি তাঁরা মন্দিরে গিয়ে দেখেন তোয়ালে জড়ানো অবস্থায় পড়ে আছে এক পুত্রসন্তান। হাত-পা জড়িয়ে গিয়েছে। শীতে কাঁপছে, কাতরাচ্ছে সে।
নমিতা মণ্ডল নামে এক বৃদ্ধা সকালে মন্দিরে প্রণাম করতে গিয়ে এই ঘটনা দেখেন। তিনি বলেন, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। কে এমন নক্কারজনক ঘটনা ঘটাল, বুঝতে পারছি না। দুর্গা সরকার নামে স্থানীয় আরেক বাসিন্দা বলেন, এ কোন সমাজে আমরা বাস করছি? সকালে জানতে পারলাম এক ফুটফুটে শিশুকে কেউ মন্দিরে রেখে গিয়ে চলে গিয়েছে। শরীরে কোনও পোশাকও ছিল না। এই ঠান্ডায় ওর অবস্থা ভাবুন। পুলিস এসে নিয়ে গিয়েছে। হাবড়া থানার পুলিস জানিয়েছে, সদ্যোজাতকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কেউই শিশুটিকে নিজের বলে দাবি করেননি। শিশুর বয়স দুই থেকে তিনদিন হবে। ওকে সুরক্ষিত রাখার জন্য জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটিকে খবর দেওয়া হয়েছে। - নিজস্ব চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা