কলকাতা

কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ঘিরে বিজেপি বিধায়কের কার্যালয়ে বিক্ষোভ

সংবাদদাতা, কল্যাণী: কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখালেন নাগরিকদের একাংশ। রবিবার বিধায়কের সেন্ট্রাল পার্কের অফিসের বাইরে এই ঘটনাকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা তৈরি হয়।
এখানকার বাসিন্দাদের বক্তব্য, কল্যাণী শহরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা খুবই জরুরি। মানুষের দীর্ঘদিনের দাবি প্রকল্প তৈরির। শহরের আট নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ায় সেই প্রকল্পের পাঁচিল দেওয়া হচ্ছিল। সে কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে কল্যাণীর বিধায়ক অম্বিকাবাবুর বিরুদ্ধে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিধায়ক এলাকার মানুষকে ভুল বুঝিয়ে উন্নয়নের কাজে বাধা দিচ্ছেন। এই অভিযোগে গত বৃহস্পতিবারই এলাকায় অশান্তি তৈরি হয়। পাঁচিল তৈরির কাজে বাধা দেয় কয়েকজন। তারপর পুলিসকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। পুলিস পাল্টা জনগণকে ছত্রভঙ্গ করতে লাঠি চার্জের পাশাপাশি টিয়ার গ্যাসের সেল ফাটায়। এরপর সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বিধায়ক সহ ১৮ জনকে আটক করে। পরে বিধায়ককে ছেড়ে দেওয়া হলেও বাকিরা গ্রেপ্তার হয়। রবিবার সকালে শহরের নাগরিকদের একাংশ উন্নয়নের কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে বিধায়কের কার্যালয়ের বাইরে বিক্ষোভ দেখান। পরে কল্যাণী থানায় একটি ডেপুটেশন দেওয়া হয়। তবে অম্বিকা রায় বলেন, ‘তৃণমূলের মদতে এই বিক্ষোভ হয়েছে। আসলে এরা কেন্দ্রের টাকা আত্মসাৎ করতে দ্রুত পাঁচিল দেওয়ার কাজ করতে চাইছে। সেদিনের ঘটনার পর পুলিসের ভয়ে অনেক গ্রামবাসী এলাকা ছাড়া। এরা জোর করে সব কাজ করাতে চাইছে।’ - নিজস্ব চিত্র
2h 2m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা