দেশ

আন্দামান সাগরে বাজেয়াপ্ত পাঁচ টন মাদক, বড়সড় সাফল্য উপকূলরক্ষী বাহিনীর

পোর্ট ব্লেয়ার, ২৫ নভেম্বর: বড়সড় সাফল্য পেল উপকূলরক্ষী বাহিনী। আজ, সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে একটি মাছ ধরার নৌকা থেকে পাঁচ টন মাদক বাজেয়াপ্ত করল তারা। সাম্প্রতিককালে এটিই সবচেয়ে বড় মাদক চক্রের পর্দা ফাঁস বলে মনে করছেন প্রতিরক্ষা আধিকারিকরা। তাঁরা বলেন, আন্দামান সাগরে একটি মাছ ধরার নৌকা থেকে প্রায় পাঁচ টন মাদক বাজেয়াপ্ত করেছে উপকূলরক্ষী বাহিনী। এত বেশি পরিমাণে মাদক এর আগে কখনও উদ্ধার হয়নি।
সাম্প্রতিক সময়ে মাদক পাচার চক্রগুলি শেষ করতে ধারাবাহিক পদক্ষেপ গ্রহণ করে মাদক বিরোধী সংস্থাগুলি। তারপর আন্দামান সাগর থেকে এই বিপুল পরিমাণ মাদক বাজেয়াপ্তের ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মাদকগুলি কোথায় পাচার করা হচ্ছিল এবং এর নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।  
উল্লেখ্য, এই মাসের প্রথমে গোপন সূত্রে খবর পেয়ে গুজরাত উপকূল থেকে প্রায় ৭০০ কিলোগ্রাম মাদক বাজেয়াপ্ত করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ওই ঘটনায় আট জন ইরানের নাগরিককে গ্রেপ্তারও করা হয়। এনসিবি, নৌসেনা, গুজরাত পুলিস এবং অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের যৌথভাবে এই অভিযানটি চালায়। এই বছর এখনও পর্যন্ত সব মিলিয়ে মোট ৩৫০০ হাজার কোজি মাদক বাজেয়াপ্ত করেছে মাদক বিরোধী সংস্থাগুলি। মাদকগুলি সমুদ্র পথে পাচারের চেষ্টা হচ্ছিল বলে জানিয়েছে এনসিবি। তাছাড়া তিনটি ভিন্ন মাদক পাচার মামলায় ১১ জন ইরান এবং ১৪ জন পাকিস্তানের নাগরিককে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকরা।
12h 12m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা