দেশ

বৈষ্ণোদেবী রোপওয়ে প্রকল্প: বিরোধিতায় বিক্ষোভ পাল্কি মালিক ও ঘোড়া চালকদের

শ্রীনগর: জীবিকা হারানোর ভয়ে বিক্ষোভ ধর্মঘট জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার হাজার হাজার শ্রমিক ও ব্যবসায়ীদের। বৈষ্ণোদেবীর যাত্রাপথে রোপওয়ে তৈরির কথা ঘোষণা করেছে প্রশাসন। সেই প্রকল্পের প্রতিবাদে শ্রমিক ও ব্যবসায়ীরা পথে নেমেছেন। রবিবার ছিল বিক্ষোভের তৃতীয় দিন। রিয়াসি জেলায় ত্রিকূট পর্বতে রয়েছে বৈষ্ণোদেবী মন্দির। গত সপ্তাহে বৈষ্ণোদেবী মন্দির কমিটির পক্ষ থেকে রোপওয়ে প্রকল্পের কথা ঘোষণা করা হয়। বোর্ডের সিইও অনুশুল গর্গ বলেন, ‘গেম চেঞ্জার হয়ে উঠবে এই প্রকল্প। বিশেষ করে যে সমস্ত পূণ্যার্থীর খাড়াই পথে উঠতে অসুবিধা হয়, তাঁদের কাছে এই প্রকল্প বিশেষ সহায়ক হবে।’ ২৫০ কোটি টাকার এই প্রকল্পে তারাকোটে মার্গ থেকে সাঞ্জি ছট পর্যন্ত রোপওয়ে তৈরি করা হবে।
এই ঘোষণার পরই শুক্রবার থেকে কাটরা টাউনের শালিমার পার্কে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটের অফিসের সামনে ধর্নায় বসেন বিক্ষোভকারীরা। তাতে শামিল হন ছোট দোকানদার, পাল্কি মালিক এবং ঘোড়া চালকরা। বৈষ্ণোদেবী মন্দিরে যাত্রাপথের বেস ক্যাম্প এই কাটরা টাউন। মন্দির কমিটি এবং প্রকল্পের বিরুদ্ধে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন। এই প্রকল্প কার্যকর হলে তাঁরা কর্মহীন হয়ে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন। সেজন্য প্রকল্প প্রত্যাহারের দাবি জানান তাঁরা। তিনদিন ধরে পাল্কিবাহক, ঘোড়া চালকরা কাজ বন্ধ রাখায় অসুবিধার মধ্যে পড়েন পুণ্যার্থীরা। তবে আগাগোড়া বিক্ষোভ ছিল শান্তিপূর্ণ। বিক্ষোভকারীদের সমর্থনে এগিয়ে এসেছেন উদ্ধবপন্থী শিবসেনা। দলের কাশ্মীর শাখার প্রধান মণীশা সাইনি বলেন, এই প্রকল্প হিন্দুদের ভাবাবেগে আঘাত হানবে। তাছাড়া কাজ হারাবেন বহু মানুষ। কংগ্রেস নেতা এবং স্থানীয় শ্রমিক সংগঠনের নেতা ভূপেন্দ্র সিং জামওয়াল বলেন, কাজ হারানো মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি প্রত্যেক কর্মচ্যুতকে ২০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তারও দাবি করেছেন জামওয়াল। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা