দেশ

নারী সুরক্ষা নিয়ে সরব হবেন প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরনো হোক বা নতুন, সংসদের গ্যালারিতেই দর্শক হিসেবে এতদিন দাদা রাহুল গান্ধীর মোদি বিরোধী বক্তৃতার সাক্ষী হতে দেখা গিয়েছে তাঁকে। এবার সরাসরি নিজেই নরেন্দ্র মোদির মুখোমুখি। সংসদে নতুন মুখ প্রিয়াঙ্কা গান্ধী। কেরলের ওয়েনাড় থেকে লোকসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন সোনিয়া-কন্যা। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই বিপুল ভোটে জয়। তাই সংসদে তাঁর বক্তৃতা শুনতে কৌতুহলী রাজনৈতিক মহল। বিশেষত, মোদিকে আক্রমণ করে কী বলেন? তা নিয়েই আগ্রহ বাড়ছে। দলের মধ্যে তো বটেই, বিজেপির শিবিরেও। 
কংগ্রেস সূত্রে খবর, মহিলাদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরকারকে কোণঠাসা করবেন তিনি। সরব হবেন মণিপুর ইস্যুতে। প্রশ্ন ছুঁড়বেন, অশান্ত মণিপুরে কেন মুখ দেখাচ্ছেন না মোদি? এতদিন নির্বাচনী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা। এবার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সেই আক্রমণের পারদ আরও চড়াবেন তিনি। আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু। তবে প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হিসেবে আগামী বৃহস্পতিবার ২৮ নভেম্বর সংবিধান হাতে শপথ নেবেন বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। যদিও দলীয় এমপিদের সিংহভাগই চান, আজ শীতকালীন অধিবেশনের প্রথমদিনেই শপথ নিয়ে মোদি বিরোধিতায় সরব হন প্রিয়াঙ্কা। 
যদিও দিনক্ষণ, শুভ মুহূর্ত দেখেই সাংসদ হিসেবে শপথ নেবেন বলেই ঠিক করেছেন সোনিয়া-কন্যা। একইসঙ্গে তাঁর লক্ষ্য, লোকসভায় তাঁর উপস্থিতি যেন কোনওভাবে দাদা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ওজন’ না কমিয়ে দেয়। তাই সাংসদ হলেও পরিমিত আচরণেই দলের বাধ্য সদস্য হিসেবেই কাজ করবেন। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা