দেশ

আজ শুরু সংসদের শীতকালীন অধিবেশন, ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা, পেশ হতে পারে এক দেশ এক ভোট বিল 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লক্ষ্য, ২০২৯ সাল থেকেই কার্যকর করা। তাই তালিকায় না থাকলেও আজ থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে আচমকাই মোদি সরকার আনতে পারে ‘এক দেশ এক নির্বাচন’ বিল। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে অধিবেশন। আজ সোমবার সন্ধ্যায় রয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। সেখানে এ ব্যাপারে আলোচনা হতে পারে বলে সূত্রে খবর। গত শুক্রবার নজিরবিহীনভাবে সংসদ ভবনে এসে লোকসভার সেক্রেটারি জেনারেল উৎপল কুমার সিংয়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহন। সেখানে ছিলেন সিআইএসএফের ডিজি রাজউন্দির সিং ভাট্টিও। এক দেশ এক নির্বাচনই হোক বা ওয়াকফ সংশোধনী বিল, বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করে সরকার বিল আনলে যে সংসদে হাঙ্গামা হবে, তা বলাই বাহুল্য। তাই কীভাবে লোকসভার মার্শালদের আরও সক্রিয় করার পাশাপাশি কীভাবে বিল দুটি পেশ ও পাশ করানো  যায়, তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে বলেই বিশ্বস্ত সূত্রে খবর। 
যদিও এক দেশ এক নির্বাচন বিল আনলেও তা পেশ করে সংসদীয় যৌথ কমিটিতে তা পাঠানো হতে পারে ব঩লে খবর। ঠিক যেমনটা হয়েছে ওয়াকফ সংশোধনী বিলে।  চলতি সপ্তাহের শেষদিন অর্থাৎ আগামী ২৯ নভেম্বর যৌথ কমিটি সংসদে রিপোর্ট পেশ করার কথা। যদিও কমিটির বিরোধী সদস্যরা সময়সীমা বাড়ানোর দাবি করেছেন। আজ এ ব্যাপারে ফের তারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে দরবার করবে। যদিও সরকার চায় এই অধিবেশনেই ওয়াকফ বিলটি পাশ হোক। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বিলটি পাশ করানোর পরিকল্পনা রয়েছে মোদির। ফলে এই ইস্যুতে শীতকালীন অধিবেশন উত্তপ্ত হবে বলেই রাজনৈতিক মহলের মত। অষ্টাদশ লোকসভার তৃতীয় অধিবেশনে মোদি তথা এনডিএ সরকার ১৬টি বিল পাশ করানোর জন্য তালিকাবদ্ধ করেছে। অন্যদিকে, উত্তরপ্রদেশ উপ নির্বাচনে বিরোধীদের ভোট দিতে না দেওয়া, অশান্ত মণিপুর, রেল দুঘর্টনার মতো বিষয়ে বিরোধীরা সরকারের জবাব চাইবে বলেই ঠিক করেছে। বিষয়গুলি সংসদে চর্চা করতে হবে ব঩লেই রবিবার সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে দাবি করেছে কংগ্রেস, ডিএমকে, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টির মতো বিজেপি বিরোধী দলগুলি। সরকারের পক্ষে সংসদ বিষয়কমন্ত্রী কিরেণ রিজিজু এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আবেদন করেছেন, সংসদ মসৃণভাবে চলতে দিন। আর আলোচনার বিষয়? সেটা ঠিক করবে দুই সভার ‘বিজনেস অ্যাডভাইসারি কমিটি।’ কৌশলে  বিরোধীদের দাবির বিষয়টি এদিন এড়িয়ে গিয়েছে সরকার। উল্লেখ্য, এদিনের সর্বদলীয় বৈঠকে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না। সোমবার কলকাতায় দলের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। তাই সংসদের শীতকালীন অধিবেশনের প্রথমদিন লোকসভায় দলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বা রাজ্যসভায় ডেরেক ও’ব্রায়েনরা থাকবেন অনুপস্থিত।
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উচ্চশিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষায় দিনটি শুভ। কর্মস্থলে বড় কোনও পরিবর্তন নেই। আর্থিক দিক অপেক্ষাকৃত শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৬৭ টাকা৮৫.৪১ টাকা
পাউন্ড১০৪.৫৫ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৬.৮৯ টাকা৯০.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
23rd     November,   2024
দিন পঞ্জিকা